সিরাজগঞ্জ-১
অবয়ব
সিরাজগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
← নাটোর-৪ |
সিরাজগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬২নং আসন।
সীমানা
[সম্পাদনা]সিরাজগঞ্জ-১ আসনটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন, রতনকান্দি ইউনিয়ন, বাগবাটি ইউনিয়ন, ছোনগাছা ইউনিয়ন, বহুলী ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ নাসিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | তানভীর শাকিল জয় | ১,৭৭,৭৩২ | ৮০.৭ | +৯.০ | |
বিএনপি | আবদুল মজিদ মিনু | ৪০,৮১৪ | ১৮.৫ | -৮.৪ | |
কমিউনিস্ট পার্টি | মোঃ আব্দুল বাকি | ১,৮০৬ | ০.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৩৬,৯১৮ | ৬২.১ | +১৭.২ | ||
ভোটার উপস্থিতি | ২,২০,৩৫২ | ৮৫.৬ | +২০.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ১,০১,৯৮১ | ৭১.৭ | -২০.৫ | |
বিএনপি | আবদুল মজিদ মিনু | ৩৮,২০২ | ২৬.৯ | +২০.৩ | |
স্বতন্ত্র | মোহাম্মদ সেলিম | ১,২৫০ | ০.৯ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ এ বারেক বকুল | ৪৭১ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | ফিরোজ আহমেদ চৌধুরী | ২৯৬ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৩,৭৭৯ | ৪৪.৯ | −৪০.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৪২,২০০ | ৬৫.৩ | +২১.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে মোহাম্মদ নাসিম দুটি আসনে দাঁড়ান: সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-২।[৯] উভয় আসনে জয়লাভ করার পর, তিনি সিরাজগঞ্জ-২ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও অন্যটি ছেড়ে দেন। সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ সেলিম নির্বাচিত হন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ সেলিম | ৫৫,৪৮৮ | ৯২.২ | +২৪.২ | |
বিএনপি | মাহবুবুল ইসলাম তালুকদার | ৩,৯৬৩ | ৬.৬ | -১৯.৫ | |
জাতীয় পার্টি | লুৎফর রহমান | ৭২৮ | ১.২ | -২.৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,৫২৫ | ৮৫.৬ | +৪৩.৭ | ||
ভোটার উপস্থিতি | ৬০,১৭৯ | ৪৪.০ | −২৩.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ৬২,৩৮৩ | ৬৮.০ | +৬.৭ | |
বিএনপি | আবদুল মজিদ মিনু | ২৩,৯২৭ | ২৬.১ | -৭.৭ | |
জাতীয় পার্টি | তাতী তোজাম্মেল হক | ৩,১৭৫ | ৩.৫ | প্র/না | |
জামায়াতে ইসলামী | টি এম আহসান হাবীব | ১,৮৬৯ | ২.০ | -২.৪ | |
জাকের পার্টি | মোঃ আব্দুর রাজ্জাক | ৩৬৪ | ০.৪ | -০.২ | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | এস এম ফরিদুল হক | ৮৯ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,৪৫৬ | ৪১.৯ | +১৪.৪ | ||
ভোটার উপস্থিতি | ৯১,৮০৭ | ৬৭.০ | +২৫.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ৪৮,৩৩৮ | ৬১.৩ | ||
বিএনপি | আমির হোসেন ভুলু | ২৬,৬১৮ | ৩৩.৮ | ||
জামায়াতে ইসলামী | কামরুজ্জামান | ৩,৪৪৪ | ৪.৪ | ||
জাকের পার্টি | গোলাম আম্বিয়া তালুকদার | ৪৫৩ | ০.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৭২০ | ২৭.৫ | |||
ভোটার উপস্থিতি | ৭৮,৮৫৩ | ৪১.২ | |||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিরাজগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১৪। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে সিরাজগঞ্জ-১