জয়পুরহাট-২
অবয়ব
জয়পুরহাট-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | জয়পুরহাট জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
বগুড়া-১ → |
জয়পুরহাট-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জয়পুরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৫ নং আসন।
সীমানা
[সম্পাদনা]জয়পুরহাট-২ আসনটি জয়পুরহাট জেলার কালাই উপজেলা, ক্ষেতলাল উপজেলা ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | গোলাম মোস্তফা | ১,১৬,৮৮১ | ৫০.৪ | -৭.১ | |
আওয়ামী লীগ | আবু সাঈদ আল মাহমুদ স্বপন | ১,১৩,৭২১ | ৪৯.০ | +৯.৭ | |
বাসদ | মোঃ শাহ জামান তালুকদার | ৮৩৯ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল আজিজ মোল্লা | ৬৮৭ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩,১৬০ | ১.৪ | −১৬.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,৩২,০০৮ | ৯২.৪ | +৫.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান | ১,১৩,২৯০ | ৫৭.৫ | +৯.৬ | |
আওয়ামী লীগ | মীর জালালুর রহমান | ৭৭,৫০৮ | ৩৯.৩ | +১৪.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবু সৈয়দ মোঃ নুরুল্লা | ৫,৩৯৪ | ২.৭ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মোঃ শাহজামান তাং | ৫৮০ | ০.৩ | প্র/না | |
জাসদ | মোঃ জলিলুর রহমান জিল্লু | ৩৪০ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,৭৮২ | ১৮.২ | −৫.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৭,১১২ | ৮৬.৮ | +৩.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান | ৭৬,৮৫৭ | ৪৭.৯ | +২.৬ | |
আওয়ামী লীগ | মীর জালালুর রহমান | ৩৯,২৬৭ | ২৪.৫ | -৩.৫ | |
জাতীয় পার্টি | কাজী রাব্বি হাসান | ২৮,৭৫৪ | ১৭.৯ | +১৫.৯ | |
জামায়াতে ইসলামী | কামাল উদ্দিন | ১৪,৮৫০ | ৯.৩ | -৮.৬ | |
জাকের পার্টি | এস এম খোকন চৌধুরী | ৪১৪ | ০.৩ | -০.১ | |
ন্যাপ (ভাসানী) | তেজেশ চন্দ্র | ৩১৩ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৫৯০ | ২৩.৪ | +০.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৬০,৪৫৫ | ৮৩.৩ | +১৮.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান | ৫৯,৬৯২ | ৫০.৫ | |||
আওয়ামী লীগ | মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ | ৩৩,০৭১ | ২৮.০ | |||
জামায়াতে ইসলামী | মোঃ নুরুজ্জামান সরকার | ২১,১৩৩ | ১৭.৯ | |||
জাতীয় পার্টি | কাজী রাব্বি হাসান | ২,৩৫৫ | ২.০ | |||
স্বতন্ত্র | কাজী রেশাদুর রহমান | ৬৯২ | ০.৬ | |||
নেজামে ইসলাম | মোঃ আবুল কাশেম মন্ডল | ৫০৩ | ০.৪ | |||
জাকের পার্টি | এস এম খোকন চৌধুরী | ৪৬৬ | ০.৪ | |||
ইসলামী ঐক্য জোট | মোঃ আব্দুল মোমেন ফকির | ২৬৩ | ০.২ | |||
স্বতন্ত্র | খন্দকার অলিউজ্জামান আলম | ১০৭ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৬২১ | ২২.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৮,২৮২ | ৬৪.৬ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জয়পুরহাট-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে জয়পুরহাট-২