জামালপুর-১
অবয়ব
জামালপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
জামালপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩৮নং আসন।
সীমানা
[সম্পাদনা]জামালপুর-১ আসনটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল কালাম আজাদ | ৪৮,৪৪৪ | ৯৭.২ | +৪৮.৪ | |
স্বতন্ত্র | আজিজ আহমেদ হাসান | ১,৩৭২ | ২.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,০৭২ | ৯৪.৫ | +৭৫.৫ | ||
ভোটার উপস্থিতি | ৪৯,৮১৬ | ১৬.৫ | −২.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল কালাম আজাদ | ১,১৫,৭২২ | ৪৮.৮ | +১২.২ | ||
বিএনপি | সাহিদা আক্তার রিতা | ৭০,৬৮০ | ২৯.৮ | -১৬.৫ | ||
স্বতন্ত্র | নুর মোহাম্মদ | ৪৯,৬৫৪ | ২০.৯ | প্র/না | ||
কেএসজেএল | মো: আমিনুল ইসলাম | ১,২৩৫ | ০.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,০৪২ | ১৯.০ | +৯.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৩৭,২৯১ | ৮০.৭ | +৪.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এম. রশিদুজ্জামান মিল্লাত | ৯৩,৬১৬ | ৪৬.৩ | +৩৬.১ | ||
আওয়ামী লীগ | আবুল কালাম আজাদ | ৭৩,৯৫৯ | ৩৬.৬ | +১.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এম এ সাত্তার | ৩৪,৭০৯ | ১৭.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৬৫৭ | ৯.৭ | −৩.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,০২,২৮৪ | ৭৫.৮ | +৭.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল কালাম আজাদ | ৪৬,৭২২ | ৩৫.৩ | -১০.২ | |
জাতীয় পার্টি | এম এ সাত্তার | ২৯,৩৪১ | ২২.১ | +২১.৩ | |
স্বতন্ত্র | মো: আব্দুর রশিদ | ২১,৩০৩ | ১৬.১ | প্র/না | |
বিএনপি | এ কে এম ময়নুল হক | ১৩,৫৭৪ | ১০.২ | -১৯.৮ | |
জামায়াতে ইসলামী | ওসমান গনি | ১৩,০৫৪ | ৯.৯ | -১১.৭ | |
স্বতন্ত্র | মাহবুবুল হক চীশ | ৮,১৫৭ | ৬.২ | প্র/না | |
জাকের পার্টি | সোলাইমান | ৩২৪ | ০.২ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৩৮১ | ১৩.১ | −২.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৩২,৪৭৫ | ৬৮.৬ | +৩০.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল কালাম আজাদ | ৩৮,৭২৬ | ৪৫.৫ | |||
বিএনপি | আই এ এম আব্দুল আজিজ | ২৫,৫৬৭ | ৩০.০ | |||
জামায়াতে ইসলামী | ওসমান গনি | ১৮,৩৮৫ | ২১.৬ | |||
জাতীয় পার্টি | হাসিবুর রহমান মিয়া | ৭০১ | ০.৮ | |||
বাকশাল | জাহাঙ্গির আলম | ৬৪৯ | ০.৮ | |||
স্বতন্ত্র | আজিজুল হক | ৩৪০ | ০.৪ | |||
স্বতন্ত্র | এ এন এম শফিকুল আলম | ২৬৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | জে এম রাইহানুল হক | ১৭০ | ০.২ | |||
জাকের পার্টি | সোলেমান হক | ১৬৮ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আলমাস হোসেন | ১২৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,১৫৯ | ১৫.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৮৫,০৯৭ | ৩৮.২ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জামালপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jamalpur-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
<references>
-এ সংজ্ঞায়িত "১৯৭৯ফলাফল" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে জামালপুর-১