সাল মিনেও
সাল মিনেও | |
---|---|
Sal Mineo | |
জন্ম | সালভাতোরে মিনেও জুনিয়র ১০ জানুয়ারি ১৯৩৯ |
মৃত্যু | ফেব্রুয়ারি ১২, ১৯৭৬ ওয়েস্ট হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৩৭)
মৃত্যুর কারণ | ছুরিকাঘাতে হত্যা |
সমাধি | গেট অব হেভেন সেমেটারি, হথোর্ন, নিউ ইয়র্ক |
অন্যান্য নাম | দ্য সুইচেবল কিড[১] |
কর্মজীবন | ১৯৫১–১৯৭৬ |
ওয়েবসাইট | salmineo |
সালভাতোরে মিনেও জুনিয়র (১০ জানুয়ারি ১৯৩৯ - ১২ ফেব্রুয়ারি ১৯৭৬) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক। মিনেও মূলত জেমস ডিনের সাথে রেবেল উইদাউট আ কজ (১৯৫৫) চলচ্চিত্রে জন "প্লেটো" ক্রফোর্ড চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[২] তিনি দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, প্রথমটি রেবেল উইদাউট আ কজ চলচ্চিত্রের জন্য এবং দ্বিতীয়টি এক্সোডাস (১৯৬০) চলচ্চিত্রের জন্য। দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য তিনি সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ১৯৫০-এর দশকের কিশোরদের প্রতিকৃত মিনেওর অভিনয় জীবন যৌবনেই সমাপ্তি ঘটে। ১৯৭৬ সালে তিনি খুন হন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মিনেও ১৯৩৯ সালের ১০ই জানুয়ারি নিউ ইয়র্ক সিটির দ্য ব্রংক্সে জন্মগ্রহণ করেন। তার পিতা সালভাতোরে মিনেও সিনিয়র ছিলেন একজন কফিন প্রস্তুতকারী ও মাতা জোসেফিন (জন্ম আলভিসি)।[৩][৪] তিনি ইতালির সিসিলি বংশোদ্ভূত, তার পিতা ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং মাতা ইতালীয় বংশোদ্ভূত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। মিনেওর বোন সারিনা মিনেও একজন অভিনেত্রী এবং দুই ভাই মাইকেল ও ভিক্টর মিনেও অভিনেতা। তিনি কুইন্টানো স্কুল ফর ইয়ং প্রফেশনালসে পড়াশোনা করেন।
মিনেওর মাতা তাকে শৈশবেই নৃত্য ও অভিনয়ের স্কুলে ভর্তি করে দেন।[৫] তার প্রথম মঞ্চে কাজ ছিল টেনেসি উইলিয়ামসের নাটক দ্য রোজ ট্যাটু (১৯৫১)।[২] তিনি ইউল ব্রাইনারের সাথে সঙ্গীতধর্মী নাটক দ্য কিং অ্যান্ড আই-এ যুবরাজ চরিত্রে অভিনয় করেছিলেন। ব্রাইনার মিনেওকে একজন অভিনেতা হিসেবে গড়ে ওঠতে সাহায্য করেছিলেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]মিনেও রেবেল উইদাউট আ কজ (১৯৫৫) চলচ্চিত্রে জন "প্লেটো" ক্রফোর্ড চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা হিসেবে সকলের নজর কাড়েন।[২] জেমস ডিনের সাথে অনুভূতিপ্রবণ কিশোর চরিত্রে তার কাজের জন্য তিনি বিপুল প্রশংসিত হন। তার এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।[১] মিনেও জীবনীকার পল জেফার্স লিখেন মিনেও তরুণী ভক্তদের নিকট থেকে হাজার হাজার চিঠি পেয়েছিলেন এবং জনসম্মুখে আসলে তারা তাকে ঘিরে ধরত। তিনি আরও লিখেন, "তিনি হলিউড ও নিউ ইয়র্ক সিটির সবচেয়ে সুন্দরী নারীদের সাথে ডেট করেছেন।"[৬]
তিনি ১৯৬০ সালে অটো প্রেমিঞ্জারের এক্সোডাস চলচ্চিত্রে একজন ইহুদি অভিবাসী চরিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ বেল, রাচেল। "The Switchblade Kid: The Life and Death of Sal Mineo"। ২০০৮-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ হলিডে, পিটার জে.। "Mineo, Sal (1939-1976)"। ২০০৮-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ Guía del cine clásico: Protagonistas - Antonio Mendez। গুগল বুকস। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ মিচাউড, মাইকেল গ্রেগ (২০১১)। Sal Mineo: A Biography। থ্রি রিভার্স প্রেস। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ নো, ডেনিস। "The Murder of Sal Mineo"। ২০০৮-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ জেফার্স, পল (২০০০)। Sal Mineo: His Life, Murder, and Mystery। নিউ ইয়র্ক: ক্যারল অ্যান্ড গ্র্যাফ পাবলিশার্স। আইএসবিএন 0-7867-0777-1।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে সাল মিনেও (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে সাল মিনেও (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাল মিনেও (ইংরেজি)
- ১৯৩৯-এ জন্ম
- ১৯৭৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- সিসিলীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন শিশু অভিনেতা
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- ক্যালিফোর্নিয়ায় ছুরিকাঘাতে মৃত্যু
- মার্কিন যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ বিনোদনশিল্পী
- ২০শ শতাব্দীর মার্কিন সঙ্গীতশিল্পী
- মার্কিন গায়ক
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন খুনের শিকার
- মার্কিন এলজিবিটিকিউ সঙ্গীতশিল্পী
- খুনের শিকার পুরুষ
- নিউ ইয়র্ক শহরের সঙ্গীতশিল্পী