জ্যাক প্যালন্স
জ্যাক প্যালন্স | |
---|---|
Jack Palance | |
জন্ম | ভলোদিমির পালাহনিউক ১৮ ফেব্রুয়ারি ১৯১৯ হ্যাজলটন, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১০ নভেম্বর ২০০৬ মন্টেসিটো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৭)
অন্যান্য নাম | জ্যাক ব্রাজ্জো ওয়াল্টার প্যালন্স ওয়াল্টার জে. প্যালন্স ওয়াল্টার জ্যাক প্যালন্স |
পেশা | অভিনেতা, গায়ক |
কর্মজীবন | ১৯৪৭-২০০৬ |
দাম্পত্য সঙ্গী | ভার্জিনিয়া বেকার (বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৬৮) এলাইন রজার্স (বি. ১৯৮৭; মৃ. ২০০৬) |
সন্তান | ৩ |
জ্যাক প্যালন্স (ইংরেজি: Jack Palance; /ˈpæləns/, জন্ম: ভলোদিমির পালাহনিউক (ইউক্রেনীয়: Володимир Палагню́к); ১৮ ফেব্রুয়ারি ১৯১৯ - ১০ নভেম্বর ২০০৬)[১][২] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও গায়ক। তিনি তিনবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, প্রথম দুইটি সাডেন ফিয়ার (১৯৫২) ও শেন (১৯৫৩) চলচ্চিত্রের জন্য এবং তৃতীয়টি সিটি স্লিকার্স (১৯৯১) চলচ্চিত্রের জন্য, যার জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল প্যানিক ইন দ্য স্ট্রিটস (১৯৫০), সাইন অব দ্য প্যাগান (১৯৫৪), দ্য লোনলি ম্যান (১৯৫৭), এবং দ্য প্রফেশনালস (১৯৬৬)।
টেলিভিশনে তিনি প্লেহাউজ নাইন্টি ধারাবাহিকে অভিনয় করে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জ্যাক প্যালন্স ১৯১৯ সালের ১৮ই ফেব্রুয়ারি পেন্সিলভেনিয়ার ল্যাটিমার মাইন্সে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ভলোদিমির পালাহনিউক। তার পিতা ইভান পালাহনিউক কয়লা খনিতে কাজ করতেন এবং তার মাতা অ্যানা (জন্মনাম: গ্রামিয়াক)।[৩] তার পিতামাতা দুজনেই ইউক্রেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[৪][৫] ইভান দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের ইভান জলোতে (বর্তমান তের্নোপিল অবলাস্ত) ও অ্যানা এলভিভ অবলাস্তের বাসিন্দা ছিলেন।[৬][৭]
প্যালন্সের ছয় ভাইবোন ছিল। তিনি ১৯৩০-এর দশকে পেশাদার মুষ্টিযোদ্ধা হওয়ার পূর্বে কয়লা খনিতে কাজ করতেন। তিনি জ্যাক ব্রাজ্জো নামে মুষ্টিযুদ্ধে অংশগ্রহণ করতেন এবং ১২টি নকআউটসহ টানা ১৫টি জয়ের রেকর্ড গড়েন।[৮] পরবর্তী কালে তিনি জো বাকসির কাছে পায়ার-সিক্স ব্র-তে পরাজিত হন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jack Palance | American actor"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Jack Palance"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Jack Palance Biography (1920?-)"। Filmreference.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫।
- ↑ "The Last Role of an American "City Slicker" with a Ukrainian Soul"। Ukemonde.com। ২০০৬-১১-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫।
- ↑ "Entertainment | Veteran western star Palance dies"। BBC News। ২০০৬-১১-১১। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫।
- ↑ A History of the Polish Americans। Books.google.com। পৃষ্ঠা 113। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৫।
- ↑ "Archived copy"। ২০০৭-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-০৪।
- ↑ "BoxRec: Jack Brazzo"। বক্সরেক। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ স্মিট, এম. এ. (১৪ মার্চ ১৯৫৪)। "Palance from 'Panic' to 'Pagan'"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলমুভিতে জ্যাক প্যালন্স
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জ্যাক প্যালন্স (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্যাক প্যালন্স (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জ্যাক প্যালন্স (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জ্যাক প্যালন্স (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জ্যাক প্যালন্স (ইংরেজি)
- ১৯১৯-এ জন্ম
- ২০০৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- পোলীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- পেন্সিলভেনিয়ার অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন মুষ্টিযোদ্ধা
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- মার্কিন পুরুষ মুষ্টিযোদ্ধা
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী