বিষয়বস্তুতে চলুন

এডমুন্ড গোয়েন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডমুন্ড গোয়েন
Edmund Gwenn
১৯৫৩ সালে গোয়েন
জন্ম
এডমুন্ড জন কেলাওয়ে

(১৮৭৭-০৯-২৬)২৬ সেপ্টেম্বর ১৮৭৭
ওয়ান্ডসওয়ার্থ, লন্ডন, যুক্তরাজ্য
মৃত্যু৬ সেপ্টেম্বর ১৯৫৯(1959-09-06) (বয়স ৮১)
মৃত্যুর কারণনিউমোনিয়া

এডমুন্ড গোয়েন (ইংরেজি: Edmund Gwenn; জন্ম: এডমুন্ড জন কেলাওয়ে, ২৬ সেপ্টেম্বর ১৮৭৭ - ৬ সেপ্টেম্বর ১৯৫৯)[] ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ক্রিসমাস চলচ্চিত্র মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট (১৯৪৭)-এ ক্রিস ক্রিঙ্গল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয়, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র মিস্টার এইট এইটি (১৯৫০)-এ অভিনয়ের জন্য তিনি তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন[] এবং আরও একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি অ্যালফ্রেড হিচকক পরিচালিত চারটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্মরণীয়।

ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে মঞ্চে তিনি আধুনিক নাট্যকার, তথা জর্জ বার্নার্ড শ', জন গেলসওয়ার্দি, ও জে. বি. প্রিস্টলিদের নাটকে কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং সেখানে তিনি হলিউড ও ব্রডওয়ে মঞ্চে সফল ছিলেন। চলচ্চিত্রের অবদানের জন্য ১৯৫৯ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Edmund Gwenn"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Edmund Gwenn"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Edmund Gwenn - Hollywood Star Walk"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ১৯৫৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]