শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
অবয়ব
(বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক থেকে পুনর্নির্দেশিত)
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | ইমন সাহা (জান্নাত) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হয়। প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করেন দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির যুগ্মভাবে চরিত্রহীন চলচ্চিত্রের জন্য। সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন যৌথভাবে আলাউদ্দিন আলী ও আলম খান। এছাড়া চারবার ইমন সাহা এবং তিনবার করে এই পুরস্কার অর্জন করেন খন্দকার নুরুল আলম ও সুজেয় শ্যাম। একমাত্র নারী সঙ্গীত পরিচালক হিসেবে এই পুরস্কার অর্জন করেন ফেরদৌসী রহমান।[১]
বিজয়ী সঙ্গীত পরিচালক
[সম্পাদনা]১৯৭০-এর দশক
[সম্পাদনা]বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৭৫ | দেবু ভট্টাচার্য ও লোকমান হোসেন ফকির | চরিত্রহীন | [২] |
১৯৭৬ | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | |
১৯৭৭ | আজাদ রহমান | যাদুর বাঁশি | |
১৯৭৮ | আলাউদ্দিন আলী | গোলাপী এখন ট্রেনে | |
১৯৭৯ | আলাউদ্দিন আলী | সুন্দরী |
১৯৮০-এর দশক
[সম্পাদনা]বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৮০ | আলাউদ্দিন আলী | কসাই | [৩] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮২ | আলম খান | বড় ভালো লোক ছিল | [৪] |
১৯৮৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৪ | খন্দকার নুরুল আলম | চন্দ্রনাথ | |
১৯৮৫ | আলম খান | তিন কন্যা | [৫] |
১৯৮৬ | খন্দকার নুরুল আলম | শুভদা | |
১৯৮৭ | আলম খান | সারেন্ডার | [৫] |
১৯৮৮ | আলাউদ্দিন আলী | যোগাযোগ | [৩] |
১৯৮৯ | আলী হোসেন | ব্যাথার দান |
১৯৯০-এর দশক
[সম্পাদনা]বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯০ | আলাউদ্দিন আলী | লাখে একটা | [৩] |
১৯৯১ | খন্দকার নুরুল আলম | পদ্মা মেঘনা যমুনা | |
১৯৯২ | আলম খান | দিনকাল | [৫] |
১৯৯৩ | আজাদ রহমান | চাঁদাবাজ | [২] |
১৯৯৪ | সত্য সাহা | আগুনের পরশমণি | |
১৯৯৫ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৬ | সত্য সাহা | অজান্তে | |
১৯৯৭ | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | |
১৯৯৮ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৯ | মকসুদ জামিল মিন্টু | শ্রাবণ মেঘের দিন |
২০০০-এর দশক
[সম্পাদনা]বছর | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০০ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | [২] | |
২০০১ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | প্রেমের তাজমহল | |
২০০২ | সুজেয় শ্যাম | হাসন রাজা | |
২০০৩ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০০৪ | সুজেয় শ্যাম | জয়যাত্রা | [৬] |
২০০৫ | আহমেদ ইমতিয়াজ বুলবুল | হাজার বছর ধরে | |
২০০৬ | শেখ সাদী খান | ঘানি | |
২০০৭ | এস আই টুটুল | দারুচিনি দ্বীপ | |
২০০৮ | ইমন সাহা | চন্দ্রগ্রহণ | [৭] |
২০০৯ | আলম খান | এবাদত | [৮] |
২০১০-এর দশক
[সম্পাদনা]পরিসংখ্যান
[সম্পাদনা]একাধিকবার বিজয়ী
[সম্পাদনা]সঙ্গীত পরিচালক | সংখ্যা |
---|---|
আলম খান | ৫ |
আলাউদ্দিন আলী | ৫ |
ইমন সাহা | ৪ |
খন্দকার নুরুল আলম | ৩ |
সুজেয় শ্যাম | ৩ |
সত্য সাহা | ২ |
আহমেদ ইমতিয়াজ বুলবুল | ২ |
বয়সানুক্রমিক বিজয়ী
[সম্পাদনা]রেকর্ড | সঙ্গীত পরিচালক | চলচ্চিত্র | বয়স (বিজয়ের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | খান আতাউর রহমান | এখনো অনেক রাত | ৮০ (১৯৯৮) |
কনিষ্ঠতম বিজয়ী | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং | ৩২ (১৯৭৭) |
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার
- বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ ক খ গ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ ক খ গ নিশীথ সূর্য (৮ জুন ২০১৫)। "আমার মতো ভাগ্যবান সুরকার কম : আলাউদ্দিন আলী"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "সম্পর্কের তিন যুগে গুরু-শিষ্য"। দৈনিক যুগান্তর। ১৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ ক খ গ কবির বকুল (অক্টোবর ২৯, ২০১৫)। "আলম খানের গান ও গল্প"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "National Film Awards for the last fours years announced" [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯"। বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। ঢাকা, বাংলাদেশ। ২৪ মার্চ ২০১১। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সেরা ছবি গহীনে শব্দ, অভিনয়ে সাকিব-পূর্ণিমা"। দৈনিক আজাদী। ২২ মার্চ ২০১২। ২০১৬-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "Guerrilla bags 10 National Film Awards"। বিডিনিউজ। ১৭ মার্চ ২০১৩। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২' ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ৭ ফেব্রুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ১০ মার্চ ২০১৫। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।