৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ | |||
প্রদান | ১১ মে, ২০১৬ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | নেকাব্বরের মহাপ্রয়াণ | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | গাড়িওয়ালা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ এক কাপ চা | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী ও বিদ্যা সিনহা সাহা মীম তারকাঁটা ও জোনাকির আলো | |||
সর্বাধিক পুরস্কার | নেকাব্বরের মহাপ্রয়াণ (৬) | |||
|
৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।
সারাংশ
[সম্পাদনা]২৫ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে তথ্য মন্ত্রণালয়ে থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪' ঘোষণা করা হয়। এই বছর ২৬টি শ্রেণীতে ২৯ জন শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদান করা হয়।[১] এই বছর সর্বোচ্চ ৫টি পুরস্কার পায় মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। এছাড়া সৈকত নাসির পরিচালিত ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রটি ৪টি পুরস্কার লাভ করে। দেশা দ্য লিডার গান গেয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মাহফুজ আনাম জেমস। আজীবন সম্মাননা পান অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রানী সরকার।[২]
১১ মে ২০১৬ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।[৩]
জয়ীদের তালিকা
[সম্পাদনা]মেধা পুরস্কার
[সম্পাদনা]পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ব্রাত্য চলচ্চিত্র (মাসুদ পথিক) | নেকাব্বরের মহাপ্রয়াণ |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | মোঃ আশরাফুল আলম (প্রযোজক) | গাড়িওয়ালা |
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক | জাহিদুর রহিম অঞ্জন | মেঘমল্লার[৪] |
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে | ফেরদৌস আহমেদ | এক কাপ চা |
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে) | মৌসুমী বিদ্যা সিনহা সাহা মীম |
তারকাঁটা জোনাকির আলো[৫] |
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে | এজাজুল ইসলাম | তারকাঁটা |
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে | চিত্রলেখা গুহ | ৭১ এর মা জননী |
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | তারিক আনাম খান | দেশা: দ্য লিডার |
শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে অভিনেতা | মিশা সওদাগর | অল্প অল্প প্রেমের গল্প |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | আবীর হোসেন অংকন | বৈষম্য |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | সাইম রানা | নেকাব্বরের মহাপ্রয়াণ |
শ্রেষ্ঠ সুরকার | বেলাল খান | নেকাব্বরের মহাপ্রয়াণ |
শ্রেষ্ঠ গীতিকার | মাসুদ পথিক | নেকাব্বরের মহাপ্রয়াণ |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | মাহফুজ আনাম জেমস | দেশা: দ্য লিডার |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | রুনা লায়লা মমতাজ |
প্রিয়া তুমি সুখী হও নেকাব্বরের মহাপ্রয়াণ[১] |
কারিগরী পুরস্কার
[সম্পাদনা]পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | আখতারুজ্জামান ইলিয়াস (মরণোত্তর) | মেঘমল্লার |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | সৈকত নাসির | দেশা: দ্য লিডার |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | জাহিদুর রহিম অঞ্জন | মেঘমল্লার |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মোহাম্মদ হোসেন জেমী | বৈষম্য |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী | দেশা: দ্য লিডার |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মারুফ সামুরাই | তারকাঁটা |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রতন পাল | মেঘমল্লার |
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা | কনক চাঁপা চাকমা | জোনাকির আলো |
শ্রেষ্ঠ রূপসজ্জা | আবদুর রহমান | নেকাব্বরের মহাপ্রয়াণ[৬] |
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]- আজীবন সন্মাননা - সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার
- বিশেষ শাখায় শ্রেষ্ঠ শিশু শিল্পী - মারজান হোসেন জারা (চলচ্চিত্র - মেঘমল্লার)
বৃহন্নলার পুরস্কার বাতিল
[সম্পাদনা]তথ্য মন্ত্রণালয় ২৫ ফেব্রুয়ারি পুরস্কার ঘোষণা করে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এই তিন শাখায় বৃহন্নলা পুরস্কার লাভ করে।[৪] পুরস্কার ঘোষণার পর এই চলচ্চিত্রের নির্মাতার উপর গল্প চুরি করার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে ছবিটি সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গল্প 'গাছটি বলেছিল' অবলম্বনে নির্মাণ করা হয়েছে।[৭] পরবর্তীতে, অভিযোগ খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রের পরিচালক মুরাদ পারভেজকে কারণ দর্শানোর নোটিস দেয় ও একটি তদন্ত কমিটি গঠন করে।[৮] পরে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর মন্ত্রিপরিষদের সভায় চলচ্চিত্রটিকে দেয়া তিনটি শাখার সবকটি পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "'বাসি' জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তারপর…"। ভোরের কাগজ। ঢাকা, বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অশুভ শক্তি দমনে চলচ্চিত্র হতে পারে অন্যতম মাধ্যম"। প্রথম আলো। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ - সেরা ছবি বৃহন্নলা, সেরা পরিচালক জাহিদুর রহিম অঞ্জন"। এনটিভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪-এর খসড়া চূড়ান্ত সেরা অভিনেতা ফেরদৌস অভিনেত্রী মৌসুমী ও মিম"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। বণিক বার্তা। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। ২০১৬-০৪-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "গল্প 'চুরি' বিতর্কে মুরাদ পারভেজ! | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৬-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০।
- ↑ "'বৃহন্নলা' বিতর্ক তদন্তে কমিটি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৬-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০।
- ↑ "'বৃহন্নলা' চলচ্চিত্রের ইতিহাসে লজ্জাজনক ঘটনা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০।