পাইন্দং ইউনিয়ন
পাইন্দং | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পাইন্দং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪১′ উত্তর ৯১°৫০′ পূর্ব / ২২.৬৮৩° উত্তর ৯১.৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এ কে এম ছরওয়ার হোসেন |
আয়তন | |
• মোট | ২৯.১৭ বর্গকিমি (১১.২৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৯৪০ |
• জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পাইন্দং বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়নের আয়তন ৭,২০৯ একর (২৯.১৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪৪২ জন এবং মহিলা ১৩,৪৯৮ জন। মোট পরিবার ৫,০৯২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার মধ্য-উত্তরাংশে পাইন্দং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাঞ্চননগর ইউনিয়ন, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও ভূজপুর ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- ফকিরাচাঁন
- দক্ষিণ পাইন্দং
- উত্তর পাইন্দং
- ডলু
- হাইদচকিয়া
- পূর্ব হাইদচকিয়া
- পশ্চিম হাইদচকিয়া
- উত্তর হাইদচকিয়া
- শ্বেতকুয়া
- বেড়াজালী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- মাদ্রাসা[৪]
- আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া সু্ন্নিয়া দাখিল মাদ্রাসা
- পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসা
- বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- পাইন্দং আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর ডলু রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডলু কামাল বাজার প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পাইন্দং সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফকিরাচাঁন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পাইন্দং-কাঞ্চননগর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়নে ১৮টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়নের প্রায় সীমান্তজুড়ে বয়ে চলেছে হালদা নদী।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]পাইন্দং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বৃন্দাবন চৌধুরী হাট।[৭]
নয়া বাজার, পাইন্দং ২নং ওয়ার্ড।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সেকান্দার আলী শাহ'র মাজার; ডলু নতুন বাজারে অবস্থিত।[৮]
- হযরত মুনছুর আলী আল মাইজভান্ডারী র' মাজার, বৃন্দাবন হাটের পশ্চিম পাশে হাইদচকিয়া অবস্থিত
- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডলু নয়া বাজার শাখা, ডলু নতুন বাজার অবস্থিত
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: এ কে এম ছরওয়ার হোসেন
- চেয়ারম্যানগণের তালিকা[৯]
ক্রম নং | প্রেসিডেন্ট/চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবদুল গণি চৌধুরী (প্রেসিডেন্ট) | |
০২ | আমিনুর রহমান চৌধুরী | |
০৩ | সুলতান আহমদ চৌধুরী | |
০৪ | নুর মোহাম্মদ চৌধুরী | |
০৫ | মোস্তাফিজুর রহমান চৌধুরী | |
০৬ | মিঞা মোহাম্মদ মোজাফর আহমদ চৌধুরী | |
০৭ | নুরুল হক (রিলিফ কমিটি) | |
০৮ | নজরুল ইসলাম চৌধুরী | |
০৯ | ই এইচ মোহাম্মদ ইউছুপ চৌধুরী | |
১০ | শফিক আহমদ চৌধুরী কাঞ্চন | |
১১ | ওবাইদুল হক আবু | |
১২ | কামাল উদ্দিন আহমেদ | |
১৩ | সরওয়ার আলম চৌধুরী | |
১৪ | শাহ আলম সিকদার | |
১৫ | এ কে এম ছরওয়ার হোসেন | ২০১১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd। ২৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd। ২৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd। ২৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"। paindongup.chittagong.gov.bd। ২৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।