করেরহাট ইউনিয়ন
করেরহাট | |
---|---|
ইউনিয়ন | |
১নং করেরহাট ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে করেরহাট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°৩৩′১৪″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৫৫৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মহিউদ্দিন (ভারপ্রাপ্ত)[১][২] |
আয়তন | |
• মোট | ১৫৮.৪১ বর্গকিমি (৬১.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,৪৬৭ |
• জনঘনত্ব | ২২০/বর্গকিমি (৫৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
করেরহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নের আয়তন ৩৯,১৪৪ একর (১৫৮.৪১ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি মীরসরাই উপজেলার বৃহত্তম ইউনিয়ন।[৩]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৭৩ জন এবং মহিলা ১৮,২৯৪ জন। মোট পরিবার ৭,৩৬২টি।[৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মীরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চল হলো করেরহাট ইউনিয়ন। উপজেলার সমগ্র পূর্বাংশ জুড়ে এ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন; পশ্চিমে ওয়াহেদপুর ইউনিয়ন, খৈয়াছড়া ইউনিয়ন, মীরসরাই ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন, হিঙ্গুলী ইউনিয়ন, ফেনী নদী ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন; উত্তরে ফেনী নদী ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে ফেনী নদী ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]করেরহাট ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[৪]
- জয়পুর পূর্ব জোয়ার
- বরইয়া
- পশ্চিম জোয়ার
- ভালুকিয়া
- ছত্তরুয়া
- দক্ষিণ অলিনগর
- গেড়ামারা
- পূর্ব অলিনগর
- পশ্চিম অলিনগর
- গুলছড়ি
- কাটাগাং
- কয়লা
- তিলকার চর
- উদয় মহাজন চর
- চর কাটাগাং
- বলির চর
- তুলাতলী
- কাটা পশ্চিম জোয়ার
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%।[৩] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়
- করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়
- জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় (হাবিলদার বাসা)
- মাদ্রাসা[৬]
- গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা
- চিশতিয়া বজল আহমদ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- হাবিলদার বাসা রশিদিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কয়লা শহীদ জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম অলিনগর বি এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম অলিনগর মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জোয়ারা রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বর্দ্দ গেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাবিলদার বাসা রাম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- করেরহাট এন বি শিশু একাডেমি
- হাবিলদার বাসা ইউনাইটেড একাডেমি
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হলো বারৈয়ারহাট-ছাগলনাইয়া সড়ক, করেরহাট-রামগড় সড়ক এবং মীরসরাই-নারায়ণহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নে ২২টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে ফেনী নদী।
হাট-বাজার
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হলো করেরহাট বাজার, কয়লা বাজার এবং লিচুতলা বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]করেরহাট ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- করেরহাট বনবীট ও রেস্ট হাউজ
- রিজার্ভ ফরেস্ট অফিস
- মধুরিমা রিসোর্ট
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- ওবায়দুল হক খোন্দকার –– বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
- মোজাহার উল্লাহ –– বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- চেয়ারম্যানগণের তালিকা[৮]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | কুমুদীনি কান্ত মজুমদার (সভাপতি) | স্বাধীনতার পূর্বে |
০২ | আব্দুল গণি চৌধুরী | স্বাধীনতার পূর্বে |
০৩ | রফিক আহমদ প্রকাশ ছুট্টু মিয়া |
স্বাধীনতার পূর্বে |
০৪ | এটিএম ইসমাঈল প্রকাশ মিণ্টু মিয়া |
১৯৭২-১৯৯৭ |
০৫ | আবু ছালেক কোম্পানি | ১৯৯৭-২০০৩ |
০৬ | দেলোয়ার হোসেন | ২০০৩-২০১৬ |
০৭ | এনায়েত হোসেন নয়ন | ২০১৬-২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জনপ্রতিনিধিবৃন্দ"। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"। korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"। korerhatup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "মাদ্রাসা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"। korerhatup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"। korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"। korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।