কাদের খান
কাদের খান | |
---|---|
জন্ম | ২২ অক্টোবর ১৯৩৫ |
মৃত্যু | ৩১ ডিসেম্বর ২০১৮[১][২] | (বয়স ৮১)
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭০-বর্তমান |
কাদের খান (২২ অক্টোবর ১৯৩৫ - ৩১ ডিসেম্বর ২০১৮) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য এবং সংলাপ লেখক এবং পরিচালক। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত ইসমাইল ইউসুফ কলেজ হতে স্নাতক সম্পন্ন করেন। চলচ্চিত্র শিল্পে ঢুকার পূর্বে (১৯৭০-৭৫) তিনি মুম্বইয়ে অবস্থিত এম. এইচ. সাবু সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ পুরকৌশলের একজন অধ্যাপক ছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি পশতুন বংশোদ্ভুত।[৩] তিনি আব্দুল রেহমানের পুত্র, যিনি কান্দাহারের বাসিন্দা এবং তার মাতা ইকবাল বেগম ছিলেন বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার অধিবাসী। তার তিন ভাই, শামস উর রেহমান, ফজল রেহমান এবং হাবিব উর রেহমান, তারা সবাই কাদের খানের জন্মের পূর্বে মারা যান।[৪]
এক বছর বয়সে, তার পরিবার বোম্বে স্থানান্তরিত হন এবং তারা কামাথিপুরা নামক একটি অপরাধপ্রবণ স্থানে বসবাস শুরু করেন। তিনি প্রথমে একটি স্থানীয় মিউনিসিপ্যাল স্কুলে এবং পরবর্তীতে ইসমাইল ইউসুফ কলেজে অধ্যয়ন করেন। এরপর তিনি ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ভারত) থেকে পুরকৌশল এর উপর মাস্টার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (MIE) সম্পন্ন করেন। ১৯৭০ থেকে ১৯৭৫ এর মাঝামাঝি সময়ে, তিনি বায়চুল্লায় অবস্থিত এম. এইএচ. সাবু সিদ্দিক কলেজ অব ইঞ্জনিয়ারিং এ পুরকৌশল এর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের বার্ষিক অনুষ্ঠানে, তিনি একটি নাটকে অভিনয় করেন, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। দিলীপ কুমার এই অভিনয় সম্পর্কে জানতে পারেন, কাদের খান তাকে তার অভিনয় দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। কাদের খান তার জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেন এবং তাকে নাটকে অভিনয় করেন দেখান। কুমার তার অভিনয়ে সন্তুষ্ট হয় এবং তার সাথে পরবর্তী দুইটি সিনেমায় কাজ করার জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়। একটি হল সাগিনা মাহাতো এবং অন্যটি বাইরাগ।
কাদের খান মুম্বইয়ে বাস করতেন, হোম অব হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। তার পরিবার, যারা কানাডা এবং হল্যান্ডে বাস করে। তার তিনি ছেলে সারফরাজ খান এবং সাহনাওয়াজ খান এবং তার তৃতীয় ছেলে কানাডায় বাস করে। তার ছেলে সরফরাজ খান বহু সিনেমায় অভিনয় করেছেন। এটা জানা যায় যে, কাদের খানও কানাডার নাগরিক।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]কাদের খান ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০ টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন এবং ২৫০ টিরও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন।[৬] মনমোহন দেসাই ১৯৭৪ সালে রটি সিনেমার সংলাপ লেখার জন্য এক লক্ষ ২১ হাজার রুপি পরিশোধ করেন। তিনি জীতেন্দ্র, ফিরোজ খান, অমিতাভ বচ্চন, গোবিন্দ এবং ডেভিড ধাওয়ানের মত জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তিনি শক্তি কাপুর এবং জনি লিভারের মত কমেডিয়ানের সাথে কাজ করেছেন।[৬][৭] তিনি সিনেমায় বাবা, চাচা, মামা, ভাই, খলনায়ক অথবা খলনায়কের সহকারী, অতিথি শিল্পী এবং কমেডিয়ানের মত বহু চরিত্রে সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। তিনি হিন্দি সিনেমায় কিংবদিন্তী হিসেবে বিশেষভাবে পরিচিত। হিন্দি চলচ্চিত্র শিল্প এবং বলিউডে তার অবদান অনস্বীকার্য।
সম্প্রতি তাকে দেখা যায় মুঝসে শাদী কারোগী (Mujhse Shaadi Karogi) (২০০৪),লাকি: নো টাইম ফর লাভ (Lucky: No Time for Love) (২০০৬) এবং ফ্যামিলি: টাইস অব ব্লাড (Family: Ties of Blood) (২০০৬) সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তিনি তার নিজের টেলিভিশন কমেডি সিরিজ হাসনা মাত (Hasna Mat) শুরু করেছেন, যা স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়। আন্দাজ আপনা আপনা (Andaaz Apna Apna) সিনেমার ধারাবাহিক সিনেমার জন্য তিনি সংলাপ লিখছেন, এমন একটি গুঞ্জন শোনা যায়। কিন্তু তাকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তিনি তা অস্বীকার করে বলেন I have not taken any projects as writer, it’s just a rumor। তিনি ভারতীয় টেলিভিশনে পুনরাগমন করেন কমেডি অনুষ্ঠান হাই পাড়োশী..কৌন হ্যায় দোশী (Hi Padosi..Kaun Hain Doshi) এর মাধ্যমে, সাহার ওয়ান চ্যানেলে প্রচারিত হয়।[৮]
সংলাপ এবং চিত্রনাট্য লেখক
[সম্পাদনা]সংলাপ লেখক হিসেবে অমিতাভ বচ্চন অভিনীত মনমোহন দেসাই এবং প্রকাশ মেহ্রার সিনেমায় কাজ করেন। অমিতাভের পাশাপাশি, তিনিই একমাত্র ব্যক্তি যিনি মেহ্রা এবং দেসাই এর প্রতিযোগী ছিলেন। তার মধ্যে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল, গঙ্গা যমুনা সরস্বতি (Ganga Jamuna Saraswati), শারভী (Sharaabi), কুলি (Coolie), দেশ প্রেমী (Desh Premee), লাওয়ারিস (Lawaaris), সুহাগ (Suhaag), মুকাদ্দার কি সিকান্দার (Muqaddar Ka Sikandar), পারভারিস (Parvarish) এবং অমর আকবর অ্যান্থনী (Amar Akbar Anthony)। [৯] অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা তিনি যেসবে সংলাপ লিখেছেন, তার মধ্যে অন্যতম হল, মিঃ নাটওয়ারলাল, খুন পাসি না, দো অর দো পাঁচ, সাত্তে পে সাত্তা, ইনকিলাব, গ্রিফতার, হাম এবং অগ্নিপথ। এছাড়া কাদের খান অমিতাভ বচ্চন অভিনীত সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল। অগ্নিপথ এবং নসিব।[১০]
তার লিখিত সংলাপের মধ্যে অন্যান্য সিনেমার উল্লেখযোগ্য হল, হিম্মতওয়ালা, কুলি নাম্বার ওয়ান ম্যায় খিলাড়ী তু আনাড়ী, কানুন আপনা আপনা, খুন ভারী মাং, কার্মা, সালতানাত, সারফারোশ, জাস্টিস চৌধুরী, ধরম বীর ইত্যাদি।[৯]
পুরস্কার
[সম্পাদনা]বিজয়ী
- ১৯৮২: ফিল্মফেয়ার সেরা সংলাপ পুরস্কার, মেরি আওয়াজ শুনো (Meri Awaaz Suno) সিনেমার জন্য
- ১৯৯১: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, বাপ নাম্বারী বেটা দশ নাম্বার (Baap Numbri Beta Dus Numbr) সিনেমার জন্য
- ১৯৯৩: ফিল্মফেয়ার সেরা সংলাপ পুরস্কার, আঙ্গার (Angaar) সিনেমার জন্য
- মনোনীত
- ১৯৮৪: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, হিম্মতওয়ালা (Himmatwala) সিনেমার জন্য
- ১৯৮৬: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, আজ কা দৌড় (Aaj Ka Daur) সিনেমার জন্য
- ১৯৯০: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, শিক্ষা (Sikka) সিনেমার জন্য
- ১৯৯২: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, হাম (Hum) সিনেমার জন্য
- ১৯৯৪: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, আখেন্ (Aankhen) সিনেমার জন্য
- ১৯৯৫: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, ম্যায় খিলাড়ী তু আনাড়ী (Main Khiladi Tu Anari) সিনেমার জন্য
- ১৯৯৬: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, কুলি নাম্বার ওয়ান (Coolie No. 1) সিনেমার জন্য
- ১৯৯৭: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, সাজান চালে শ্বশুড়াল (Saajan Chale Sasural) সিনেমার জন্য
- ১৯৯৯: ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার, দুলহে রাজা (Dulhe Raja) সিনেমার জন্য
এছাড়া, কাদের খান ভারতে মুসলিম সমাজে তার অবদান, আমেরিকান ফেডারেশন অব মুসলিম ফ্রম ইন্ডিয়া (AFMI) স্বীকৃতপ্রাপ্ত হয়।
চলচ্চিত্র
[সম্পাদনা]- অন্তরঙ্গ (২০১৫)
- ইন ইউর আর্মস (২০১৩)
- মিঃ মানি (২০১৩)
- দিওয়ানা ম্যায় দিওয়ানা (২০১২)
- ডোন্ট ওরী (২০০৯)
- দেশদ্রোহী (২০০৮) .... আব্দুল – ফল বিক্রেতা
- যাহান্ জায়েগা হামে পায়েগা (২০০৭) .... কিরণের বাবা
- আনডেট্রায়াল (২০০৭) .... উকিল রবি বিষ্ণুই
- উমার (২০০৬) .... ইকবাল খান
- জিজ্ঞাসা (২০০৬) .... নন্দ কিশোর - নন্দুজী
- ফ্যামিলি: টাইস অব ব্লাড (২০০৬) .... কালিম খান
- কই মেরে দিল ম্যায় হ্যায় (২০০৫) .... বিক্রম মালহোত্রা
- খুললাম খুল্লা পেয়ার কারে (২০০৫) .... গোবর্ধন
- লাকি: নো টাইম ফর লাভ (২০০৫) .... ডাক্তার
- ধাড়কান (২০০৫)
- মুজসে শাদী কারোগি (২০০৪) .... মিঃ দুজ্ঞাল
- বাজার: মার্কেট ইব লাভ, লাস্ট অ্যান্ড ডিজাইর (২০০৪)
- শুনো শ্বশুরজী (২০০৪) .... রাজ কে. সাক্সেনা
- কৌন হ্যায় যো সাপ্নো ম্যায় আয়া (২০০৪) .... কুলিদ্বীপ খান্না
- ফান২শশ্… ড্যুডস ইন দ্য টেনথ সেঞ্চুরী (২০০৩) .... বলরাম/গোথার্দ
- পরওয়ানা (২০০৩) .... ইসমাইলভাই মুসকারাহাট
- বাস্টি (২০০৩) .... ধারাভাষ্যকার
- চালো ইস্কে লাড়ায়ে (২০০২) .... খুকিভাই
- জীনা স্রেফ মেরে লিয়ে (২০০২) .... মহেন্দ্র মালহোত্রা
- ওয়াহ্! তেরা কেয়া কেহ্না (২০০২) .... মুরারী
- আখোন্ সে গুলি মারি (২০০২) .... আখেন্দ্র টুপিচান্দ বাঙ্গারে
- ইয়ে হ্যায় জালওয়া (২০০২) .... পুরশোত্তম মিত্তাল
- বাধাই হো বাধাই (২০০২) .... ঘুমান সিং রাথোড়
- হা ম্যানে ভি পেয়ার কিয়া (২০০২) .... বাব্বান মিয়া
- সিন্দুর কি সোহাগান (২০০২) .... মজিদ শোলা/ইনেসপেক্ট্র আলী তান্দুর খান
- ডায়াল ১০০ (২০০১) .... কামাল বিহারী
- গালিয়ুন্ কা বাদশাহ্ (২০০১)
- ইত্তেফাক (২০০১) .... শেঠ. গুজ্জুমাল হিরানান্দানী
- তেরা জাদু চাল গায়া (২০০০) .... মিঃ ওবেরয় (বস)
- ডাড়কান (২০০০) .... দুলহে কা চেহ্রা ('Dulhe Ka Sehra') গানে বিশেষ উপস্থিতি
- কুওয়ারা (২০০০) .... বিশ্বনাথ প্রতাপ সিং
- জরু কা গোলাম (২০০০) .... দ্যানেশ্বর প্রসাদ পিতাম্বর
- দুলহান হাম লে জায়েগে (২০০০) .... মিঃ ওবেরয় (বিশেষ উপস্থিতি)
- বিল্লা নাম্বার ৭৮৬ (২০০০)
- ক্রোধ (Krodh) (২০০০) .... বলবন্ত
- জানওয়ার (১৯৯৯) .... স্কোয়ার মন্দিরে সঙ্গীতশিল্পী
- হিন্দুস্তান কি কাসাম (১৯৯৯) .... ডাঃ দাস্তুর
- হাসিনা মান জায়িগী (১৯৯৯) .... আমিরচাদ
- রাজাজী (১৯৯৯) .... শিবনাথ
- সূর্যবংশ্ন্ম (১৯৯৯) .... মেজর রনজিত সিং
- আনাড়ী নাম্বার ওয়ান (১৯৯৯) .... কে.কে.
- আ আব লটে চালেন্ (১৯৯৯) .... সাদের
- ন্যায়দাতা (১৯৯৯) .... যাদরাম
- স্রেফ তুম (১৯৯৯) .... ফোনের দোকানদার
- কুদরত (১৯৯৮) .... বিজয়ের দাদা
- হিরো হিন্দুস্তানী (১৯৯৮) .... টোপী
- বাড়ে মিয়া ছোটে মিয়া (১৯৯৮) (অভিনয়বিহীন) .... লেখক/কাদের ভাই
- দুলহে রাজা (১৯৯৮) .... কে.কে. সিংহানীয়া
- ঘারওয়ালী বাহারওয়ালী (১৯৯৮) .... হিরালাল বর্মা
- আন্টি নাম্বার ওয়ান (১৯৯৮) .... রায় বাহাদুর বেহ্ল
- জানে জিগার (১৯৯৮) .... ঘ্যানশাম
- মেরে দো আনমোল রতন (১৯৯৮) .... মেজর ভাগাওয়াত সিং
- ফুল বানে পাত্থার (১৯৯৮) .... চৌধুরী ভবানী সিং/দাধু
- তিরচী টোপীওয়ালে (১৯৯৮) .... সানামের বাবা
- মিঃ এন্ড মিসেস খিলাড়ী (১৯৯৭) .... বদ্রী প্রসাদ
- দিওয়ানা মাস্তানা (১৯৯৭) .... বিয়ে রেজিষ্টার
- এক ফুল তিন কাটে (১৯৯৭)
- হিরো নাম্বার ওয়ান (১৯৯৭) .... ধনরাজ মালহোত্রা
- জুদাই (১৯৯৭) .... কাজলের বাবা
- বানরশী বাবু (১৯৯৭) .... চৌবে
- ভাই (১৯৯৭) .... ইনেসপেক্টর ললিত কাপুর
- ভুত বাংলা (১৯৯৭) .... খান বাবা
- দাদাগিরি (১৯৯৭) .... দীননাথ
- হামেশা (১৯৯৭) .... রাজুর চাচা
- জুদওয়া (১৯৯৭) .... শর্মা
- নাসিব (১৯৯৭) .... মাস্টার চাবান
- সানাম (১৯৯৭) .... খান বাহাদুর
- শপথ (১৯৯৭) .... চৌরাশিয়া
- ছোটে সরকার (১৯৯৬) .... কমিশনার জগমোহন
- সাপুত (১৯৯৬) .... সিংহানিয়া
- রাংবাজ (১৯৯৬)
- মাহির (১৯৯৬) .... জেলর
- আতঙ্ক (১৯৯৬) .... ডি’কোস্টা
- বিশ্ব (১৯৯৬) .... জৌনপুরী
- এক থা রাজা (১৯৯৬) (কাদের খান) .... লালচান্দ দোগ্রা
- সাজান চাল শ্বশুরাল (১৯৯৬) .... খুরানা (দিব্যার বাবা)
- দিয়া অর তুফান (১৯৯৫) .... জ্ঞানেরশ্বর
- ইয়ারানা (১৯৯৫) (কাদের খান) .... রায় সাহেব
- বীর (১৯৯৫) .... আগারওয়াল/উকিল বিশ্বনাথ
- হালচাল (১৯৯৫) .... চাচাজী
- কুলি নাম্বার ওয়ান (১৯৯৫) .... চৌধুরী হরিশচন্দ্র শিকারপুরী বকুলওয়ালা
- তাকাত (১৯৯৫) (কাদের খান) .... মাস্টার দীননাথ
- আখো আন্দাজ (১৯৯৫)
- তাকদিরওয়ালা (১৯৯৫) (কাদের খান) .... যামরাজ
- দ্য ডন (১৯৯৫) .... চাপরাশি রাজারাম/অধ্যক্ষ অমরনাথ/অধ্যাপক রাঘব
- ময়দান-ই-জং (১৯৯৫) .... মগনলাল
- জল্লাদ (১৯৯৫) .... কে.কে.
- ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া (১৯৯৫) .... নিলামে অংশগ্রহণকারী
- সুরক্ষা (১৯৯৫) .... ব্যবস্থাপক
- বর্তমান (১৯৯৫)
- মিঃ আজাদ (১৯৯৪) (কাদের খান) .... হিরাভত মিশ্র
- ঘর কি ইজ্জত (১৯৯৪) .... রাম
- ম্যায় খিলাড়ী তু আনাড়ী (কাদের খান) .... ডিসিপি/কনস্টেবল রামলাল
- আগ (১৯৯৪) .... তোলারাম
- পেহ্লা পেহ্লা পেয়ার (১৯৯৪) .... ধর্মপাল/রাস্তার পাশের দোকানদার/মুদির দোকানদার/নওয়াব/প্রধান বেদুইন
- সাজান কা ঘর (১৯৯৪) .... চাচা
- প্রেম শক্তি (১৯৯৪) .... রোমিও
- রাজা বাবু (কাদের খান) .... কিশান সিং
- অতীশ: ফিল দ্য ফায়ার (কাদের খান) .... কাদের ভাই
- আন্দাজ (১৯৯৪) .... অধ্যক্ষ
- ছোটি বাহু (১৯৯৪) .... দুর্গার স্বামী
- এনা মিনা দিকা (১৯৯৪) .... ডাব্বা
- ইনসাফ আপনে লাহো সে (১৯৯৪) .... হরিদ্বারীলাল
- খুদ্দার (১৯৯৪) .... কানাইয়্যালাল
- মোহাব্বাত কি আরজু (১৯৯৪) .... ড. আনন্দ
- শতরঞ্জ (১৯৯৩) .... ধর্মরাজ ডি. বর্মা
- আখরি চিতাবনী (১৯৯৩)
- দ্বহন (১৯৯৩) .... জগমোহন চোপরা
- আওলাদ কি কি দুশমন (১৯৯৩) .... আহুজা (কলেজ উপাধ্যক্ষ)
- দিল তেরা আশিক (১৯৯৩) .... নাসিব কুমার
- হাম হ্যায় কামাল কে (১৯৯৩) .... পিতাম্বর
- দিল হ্যায় বেতাব (১৯৯৩) .... পরশুরাম
- রং (১৯৯৩) .... মাধব সিং
- কায়সা কানুন (১৯৯৩) .... মির্জা লখনৌয়ি
- আখেন্ (১৯৯৩) .... হাসমুখ রায়
- আশিক আউয়ারা (১৯৯৩) .... জগু
- বড়ি বেহেন (১৯৯৩) .... রাম
- দোস্তি কি সুগন্ধ (১৯৯৩)
- গুরুদেব (কাদের খান) .... ইনেসপেক্টর খান
- জীবন কি শতরঞ্জ (১৯৯৩) .... হাবিলদার নাম্বার ১০০
- মেহেরবান (১৯৯৩)
- জখমো কা হিসাব (১৯৯৩) .... জ্ঞানী
- আঙ্গার (১৯৯২) .... জাগাঙ্গীর খান
- হামসাকাল (১৯৯২) .... দেবী দত্ত
- বল রাধা বল (১৯৯২) .... জুগনু
- গাওঙ্গা বানী শোলা (১৯৯২)
- হানিমুন (১৯৯২) .... শেঠ ধানীরাম
- তায়গী (১৯৯২) .... চউধুরী গঙ্গাপ্রসাদ দয়াল
- বসন্তী তাঙ্গেওয়ালী (১৯৯২)
- পরশমনি (১৯৯২) .... ডাকু ইব্রাহিম খান/বাবা মালাং
- সূর্য্যবংশী (১৯৯২) .... বাবা
- মেরা দিল তেরে লিয়ে (১৯৯২) .... অধ্যক্ষ সিন্হা
- দৌলত কি জাং (১৯৯২) ...... কে.কে. তোপজী/শের খান
- দিল হি তো হ্যায় (১৯৯২) ...... ঠাকুর কারান সিং
- ইনসাফ কি দেব (১৯৯২) ...... উকিল কানুনীলাল
- মা (১৯৯২) ...... রবি কান্ট
- নাগিন অর লুটেরা (১৯৯২) ...... চোর
- উমর পাচপান কি দিল বাচপান কা (১৯৯২) ...... ধানীরাম/মনিরাম
- বংশ (১৯৯২) ...... হাবিলদার ইমানদার
- স্বজন (১৯৯১) ...... রাজীব বর্মা
- ইন্দ্রজীত (১৯৯১) ...... মন্ত্রী সাদাছড়ি
- স্বর্গ ইয়াহা নরক ইয়াহা (১৯৯১) ...... জগত্রম
- নাচনেওয়ালা গানেওয়ালা (১৯৯১)
- দো মাতওয়ালী (১৯৯১) ...... গোরাখ নাথ
- কর্জ চুকানা হ্যায় (১৯৯১) ...... আত্মারাম
- খুন কা কর্জ (১৯৯১) ...... চম্পকলাল/হিটলার চম্পকলাল/রাবণ চম্পকলাল
- হাম (১৯৯১) ...... জেনেরাল রানা প্রতাপ সিং/চিত্তোর
- বাপ নাম্বারী বেটা দশ নাম্বারী (১৯৯০) ...... রমন
- ঘর হো তো এইসা (১৯৯০) ...... বাজরঙ্গী
- পেয়ার কা দেবতা (১৯৯০) ...... প্রিতম
- যেসি কার্নি ঐসি ভার্নি (১৯৮৯) ...... গঙ্গারাম বর্মা
- বিবি হো তো এসি (১৯৮৮) ...... কৈলাশ ভান্দারী
- মেরা জবাব (১৯৮৫) ...... ইনেসপেক্টর অজয়
- কারাতে (১৯৮৩)
- কুলি (১৯৮৩) ...... জাফর খান
- নসীব (১৯৮১)
- কালিয়া (১৯৮১).... শাম্মু
- লাওয়ারিসশ (১৯৮১) .......... ফকির/দরবেশ/বাবা
- কুরবানী (১৯৮০) ...... জো
- জ্যোতি বানে জালওয়া (১৯৮০) ...... ধর্মদাস
- লুটমার (১৯৮০)
- দো অর দো পাঁচ (১৯৮০) ...... চাচা/জগদীশ
- সোহাগ (১৯৭৯) ...... জাজ্ঞী
- মিঃ নাট্যরলাল (১৯৭৯)...... মূখ্য/বাবা
- মুকাদ্দার কা সিকান্দার (১৯৭৮) ...... ফকির/দরবেশ/বাবা
- পারভারিশ Parvarish) (১৯৭৭) ...... সুপ্রেমো
- মুক্তি (১৯৭৭) ...... হুসেইন (সংলাপ সহ)
- খুন পাসিনা (১৯৭৭) ...... (ঠাকুর) জালিম সিং
- আদালত (১৯৭৬) ...... ইনেসপেক্টর খান
- বাইরাগ (১৯৭৬) ...... পুলিশ সুপারিটেনডেন্ট
- বেনাম (১৯৭৪) ...... টেলিফোনের কণ্ঠ (কন্ঠ)
- দাগ (১৯৭৩) ...... প্রসিকিউটিং অ্যাটর্নী
টেলিভিশন ক্যারিয়ার
[সম্পাদনা]- হাসনা মাত (Hasna Mat)
- মিঃ ধনসুখ (Mr. Dhansukh)
- হাই পাড়োশী..কৌন হ্যায় দোসী (Hi Padosi..Kaun Hain Doshi)
মৃত্যু
[সম্পাদনা]তিনি ভুগছিলেন সুপারনিউক্লিয়ার পালসি রোগে।[১১][১২] অসুস্থ হয়ে পড়লে ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়।[১২] সে মাসের ৩১ তারিখে তার ছেলে নিশ্চিত করেন যে,তিনি মৃত্যুবরণ করেছেন।[২][১৩][১৪] তাকে কানাডায় সমাধিস্থ করা হয়।[১৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Veteran actor Kader Khan passes away at 81, confirms family"। জানুয়ারি ১, ২০১৯। সংগ্রহের তারিখ জানুয়ারি ১, ২০১৯।
- ↑ ক খ "Veteran actor-writer Kader Khan passes away at 81"। জানুয়ারি ১, ২০১৯। সংগ্রহের তারিখ জানুয়ারি ১, ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।
- ↑ "Kader Khan Indian (Afghan) Interview in PASHTO 2012"।
- ↑ Indu Mirani (২৬ ফেব্রুয়ারি ২০১২)। "Kader Khan turns educationist"। Times of India। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১২।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ http://www.gomolo.com/celeb/mithun-chakraborty-and-kader-khan-movies-list/724/6560[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.imdb.com/title/tt0080638/fullcredits?ref_=tt_cl_sm#cast
- ↑ "Knee surgery gone wrong: Veteran actor Kader Khan rushed to Canada for treatment"। dnaindia.com। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "Bollywood veteran actor Kader Khan hospitalized, put on BiPAP ventilator"। Dunyanews। ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Actor Kader Khan passes away"। ১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Veteran actor Kader Khan passes away at 81, confirms family"। ১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ kader khan buried
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৩৫-এ জন্ম
- ২০১৮-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় কৌতুকাভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় পুরুষ চিত্রনাট্যকার
- মুম্বইয়ের চলচ্চিত্র অভিনেতা
- মুম্বইয়ের চলচ্চিত্র প্রযোজক
- মুম্বইয়ের চিত্রনাট্যকার
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র প্রযোজক
- শিল্পকলায় পদ্মশ্রী প্রাপক
- ১৯৩৭-এ জন্ম
- ২০শ শতাব্দীর ভারতীয় নাট্যকার
- ভারতে আফগান অভিবাসী
- কানাডীয় মুসলিম
- কানাডীয় চলচ্চিত্র অভিনেতা
- পশতুন বংশোদ্ভূত ভারতীয় ব্যক্তি
- মুম্বইয়ের অভিনেতা
- পশতু ব্যক্তি
- কাবুলের ব্যক্তি