বিষয়বস্তুতে চলুন

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (ক্যাফ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (সিএএফ)
2026 FIFA World Cup qualification (CAF)
বিবরণ
তারিখ১৫ নভেম্বর ২০২৩ – ১৮ নভেম্বর ২০২৫
দল৫৩ (১টি কনফেডারেশন থেকে)
পরিসংখ্যান
ম্যাচ১০৩
গোল সংখ্যা২৪৩ (ম্যাচ প্রতি ২.৩৬টি)
দর্শক সংখ্যা৮,৩৫,৪৪৬ (ম্যাচ প্রতি ৮,১১১ জন)
শীর্ষ গোলদাতামিশর মোহাম্মদ সালাহ
মিশর ত্রেজেগেঁ
(৫টি করে গোল)
সর্বশেষ হালনাগাদ: ১১ জুন ২০২৪

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (ক্যাফ) হল ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের প্রক্রিয়ার আফ্রিকান বিভাগ, যা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় মোট ৯টি স্লট এবং একটি আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ স্লট ক্যাফ দলগুলির জন্য সংরক্ষিত রাখা হয়েছিল।

বিন্যাস

[সম্পাদনা]

৯টি ক্যাফ দল এখন ৫টির পরিবর্তে সরাসরি যোগ্যতা অর্জনের কারণে, ক্যাফ নির্বাহী কমিটি ১৯ মে ২০২৩ তারিখে একটি নতুন যোগ্যতা বিন্যাস ঘোষণা করেছে। ৬টি দলের ৯টি গ্রুপে দলগুলোকে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের বিজয়ী সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, যখন চারটি সেরা গ্রুপ রানার্স-আপ প্লে-অফে অংশ নেবে কোন দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে অগ্রসর হবে তা নির্ধারণ করতে।[][]

সময়সূচি

[সম্পাদনা]
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
পর্ব ম্যাচ সাপ্তাহিক তারিখ
প্রথম পর্ব ম্যাচ সাপ্তাহিক-১ ১৫–১৮ নভেম্বর ২০২৩
ম্যাচ সাপ্তাহিক-২ ১৯–২১ নভেম্বর ২০২৩
ম্যাচ সাপ্তাহিক-৩ ৫–৮ জুন ২০২৪
ম্যাচ সাপ্তাহিক-৪ ৯–১১ জুন ২০২৪
ম্যাচ সাপ্তাহিক-৫ ১৭–২৫ মার্চ ২০২৫
ম্যাচ সাপ্তাহিক-৬
ম্যাচ সাপ্তাহিক-৭ ১–৯ সেপ্টেম্বর ২০২৫
ম্যাচ সাপ্তাহিক-৮
ম্যাচ সাপ্তাহিক-৯ ৬–১৪ অক্টোবর ২০২৫
ম্যাচ সাপ্তাহিক-১০
দ্বিতীয় পর্ব সেমি-ফাইনাল ১০–১৮ নভেম্বর ২০২৫
ফাইনাল

প্রথম পর্ব

[সম্পাদনা]

ক্যাফ-এর সমস্ত দলগুলোকে ৬টি দলের ৯টি গ্রুপে বিভক্ত হয়েছিল এবং ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত হোম-ও-অ্যাওয়ে রাউন্ড রবিন ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের বিজয়ী দল ২০২৬ ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে এবং কোন দলটি আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে অগ্রসর হবে তা নির্ধারণের জন্য ৪টি সেরা গ্রুপ রানার্স-আপ দল প্লে-অফে অগ্রসর হবে।

১৩ জুলাই ২০২৩ তারিখে আইভরি কোস্টের আবিজানে জিএমটি ১৫:০০টায় (ইউটিসি±০) এই ড্র অনুষ্ঠিত হয়েছিল।[][] ক্যাফ থেকে সমস্ত ফিফা-অনুমোদিত ৫৪টি ফুটবল অ্যাসোসিয়েশন বাছাইপর্বে প্রবেশ করেছিল, তবে ম্যাচ শুরু হওয়ার আগেই ইরিত্রিয়া প্রত্যাহার করে নিয়েছিলেন।[][]

৩০ জুন ২০২৩ তারিখে ড্র পাত্র ঘোষণা করা হয়েছিল (বন্ধনীর সংখ্যাগুলি ড্রয়ের সময় ফিফা পুরুষদের বিশ্ব র‌্যাঙ্কিংকে নির্দেশ করে সারণী করা হয়েছিল):[][]

ক্যাফ বাছাইপর্বের প্রথম পর্বের ড্র
পাত্র ১ পাত্র ২ পাত্র ৩
পাত্র ৪ পাত্র ৫ পাত্র ৬

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মিশর ১১ +৯ ১০ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 গিনি-বিসাউ +১ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 বুর্কিনা ফাসো +২
 সিয়েরা লিওন −১
 জিবুতি ১০ −৮
 জিবুতি ১০ −৮
১০ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 সুদান +৬ ১০ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 সেনেগাল +৫ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র +২
 টোগো −১
 দক্ষিণ সুদান −৭
 মৌরিতানিয়া −৫
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 রুয়ান্ডা +২ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 দক্ষিণ আফ্রিকা +১ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 বেনিন +১
 লেসোথো +১
 নাইজেরিয়া −১
 জিম্বাবুয়ে −৪
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ ডি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ক্যামেরুন +৬ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 লিবিয়া +১ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 কাবু ভের্দি
 অ্যাঙ্গোলা +১
 মরিশাস −৩
 ইসোয়াতিনি −৫
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ ই

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মরক্কো ১০ +৯ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 নাইজার +৩ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 তানজানিয়া
 জাম্বিয়া −১
 কঙ্গো ১৩ −১১
 ইরিত্রিয়া[] প্রত্যাহার
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
টীকা:
  1. প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই ইরিত্রিয়া তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।[]

গ্রুপ এফ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 কোত দিভোয়ার ১২ +১২ ১০ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 গ্যাবন +২ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 বুরুন্ডি +২
 কেনিয়া +৪
 গাম্বিয়া
 সেশেলস ২২ −২০
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ জি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 আলজেরিয়া +৪ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 মোজাম্বিক +১ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 বতসোয়ানা +১
 গিনি []
 উগান্ডা []
 সোমালিয়া −৬
১০ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্ট: গিনি ৩, উগান্ডা ০।

গ্রুপ এইচ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 তিউনিসিয়া +৬ ১০ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 নামিবিয়া +৫ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 লাইবেরিয়া +৩
 মালাউই +১
 বিষুবীয় গিনি −৬
 সাঁউ তুমি ও প্রিন্সিপি ১০ −৯
১০ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

গ্রুপ আই

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 কোমোরোস +৪ ২০২৬ ফিফা বিশ্বকাপ
 ঘানা +২ সম্ভাব্য দ্বিতীয় পর্ব
 মাদাগাস্কার +৩
 মালি +১
 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র −২
 চাদ −৮
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার

সেরা রানার্স-আপ দলের র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ইরিত্রিয়া-এর নাম প্রত্যাহার গ্রুপ রানার্স-আপদের র‌্যাঙ্কিংয়ে কীভাবে প্রভাব ফেলবে সে সম্পর্কে ক্যাফ বা ফিফা কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
এফ  গ্যাবন +২ দ্বিতীয় পর্ব
আই  ঘানা +২
এইচ  নামিবিয়া +৫
এইচ  নামিবিয়া +৫
বি  সেনেগাল +৫
সি  দক্ষিণ আফ্রিকা +১
ডি  লিবিয়া +১
 নাইজার +৩
 গিনি-বিসাউ +১
১১ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা

দ্বিতীয় পর্ব

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
নভেম্বর ২০২৫ (2025-11)
 
 
 
 
নভেম্বর ২০২৫ (2025-11)
 
 
 
 
 
নভেম্বর ২০২৫ (2025-11)
 
 
 
 
 
 
 
 

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
বনাম

বনাম

ফাইনাল

[সম্পাদনা]
বনাম

আন্তঃকনফেডারেশন প্লে-অফ

[সম্পাদনা]

প্লে-অফের বিজয়ী এএফসি, কনমেবল, কনমেবলওএফসি থেকে একটি করে এবং কনকাকাফ থেকে দুটি দল আন্তঃকনফেডারেশন প্লে-অফে খেলবে। ফিফা পুরুষদের বিশ্ব র‌্যাঙ্কিং অনুসারে দলগুলির স্থান নির্ধারণ করা হবে, যেখানে ৪টি সর্বনিম্ন র‌্যাঙ্কিং দল দুটি একক-বিদায় ম্যাচে খেলবে। বিজয়ী দল একক-বিদায় ম্যাচের আরেকটি সেটে দুটি সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দলের মুখোমুখি হবে, এই ম্যাচের বিজয়ী দল গুলো ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "CAF Executive Committee approves FIFA World Cup 2026 Qualifiers calendar and announces TotalEnergies Africa Cup of Nations Côte d'Ivoire 2023 Final Draw date"cafonlineCAF। ১৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  2. "CAF reveals new format for 2026 FIFA World Cup qualifiers"cafonlineCAF। ১৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩ 
  3. Olsson, Andrew (৪ জুলাই ২০২৩)। "Learn all about 2026 FIFA World Cup qualifying in the CAF region and the seeds"Pan-Africa Football। ১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  4. "FIFA World Cup 2026 African Qualifiers Official Draw on 13 July"cafonlineCAF। ১১ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩ 
  5. "Eritrea Pull Out Of 2026 World Cup Qualifier"Dehai News। Dehai News। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৩ 
  6. "Statement on FIFA World Cup 2026 preliminary competition"। CAF। ১০ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩ 
  7. Inyang, Ifreke (৩০ জুন ২০২৩)। "FIFA puts Super Eagles in Pot 1 as race to 2026 World Cup begins"dailypost.ng। Daily Post। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  8. "FIFA World Cup 2026: African preliminary qualifiers draw officially conducted"। CAF। ১৩ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৩ 
  9. "Bureau of the Council recommends slot allocation for the 2026 FIFA World Cup"। FIFA। ৩০ মার্চ ২০১৭। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]