২০২১-এ মৃত্যু
অবয়ব
২০২১-এ মৃত্যু নিবন্ধটিতে ২০২১ সালে মৃত্যুবরণ করছেন এমন উল্লেখযোগ্য ব্যক্তিদের একটি তালিকা। নিবন্ধটিতে মাসের নামের অনুচ্ছেদে তারিখ আকারে উল্লেখযোগ্য মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।
- যেকোন ভুক্তি অবশ্যই নাম, বয়স, দেশ (প্রযোজ্য ক্ষেত্রে), যে কারণে উল্লেখযোগ্য, মৃত্যুর প্রতিষ্ঠিত কারণ, তথ্যসূত্র ক্রমে যুক্ত হবে।
ডিসেম্বর
[সম্পাদনা]৮
[সম্পাদনা]- আর্চবিশপ ডেসমন্ড টুটু, ৯০, বর্ণবাদবিরোধী আন্দোলনে অবদান রাখায় ১৯৮৪ সালে নোবেল পুরস্কার অর্জন, বার্ধক্যজনিত
- বিপিন রাওয়াত, ৬৩, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান, হেলিকপ্টার দুর্ঘটনা।[১]
- চণ্ডীদাস মাল, ৯২, ভারতীয় বাঙালি টপ্পা ও পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী, বার্ধক্যজনিত কারণে।[২]
নভেম্বর
[সম্পাদনা]
১৫
[সম্পাদনা]- হাসান আজিজুল হক, ৮২, বাংলাদেশী কথাসাহিত্যিক, নিউমোনিয়া ও হৃদরোগ সংক্রান্ত কারণে।[৩]
৬
[সম্পাদনা]- অরুণ দত্ত, ৮৫ , ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বার্ধক্য জনিত কারণে।[৪]
অক্টোবর
[সম্পাদনা]১১
[সম্পাদনা]- স্বপন গুপ্ত, ৭৫, ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, হৃদরোগে আক্রান্ত।[৫]
- ইনামুল হক, ৭৮, বাংলাদেশি অভিনেতা, লেখক, নাট্যকার ও শিক্ষক, হৃদরোগে আক্রান্ত।[৬]
সেপ্টেম্বর
[সম্পাদনা]২৫
[সম্পাদনা]- স্বপনকুমার চক্রবর্তী, ৬৭, বাঙালি শিক্ষাবিদ, ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন মহানির্দেশক, করোনা পরবর্তী সমস্যা ও হৃদরোগে।[৭]
আগস্ট
[সম্পাদনা]২৯
[সম্পাদনা]- বুদ্ধদেব গুহ,৮৫, প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, করোনা পরবর্তী সমস্যা।[৮]
২৬
[সম্পাদনা]- গৌরী ঘোষ, ৮৩, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী। মস্তিষ্কে রক্তক্ষরণ।[৯]
২৫
[সম্পাদনা]- শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, ৫৫, ভারতীয় বাঙালি তবলা বাদক। করোনা আক্রান্ত।[১০]
জুলাই
[সম্পাদনা]৭
[সম্পাদনা]- দিলীপ কুমার, ৯৮, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, বার্ধক্যজনিত কারণ,ফুসফুসের সমস্যা।[১১]
৪
[সম্পাদনা]- ফজল-এ-খোদা, ৮০, বাংলাদেশি কবি,গীতিকার, শিশু সংগঠক,করোনায় সোহরাওয়ার্দি হাসপাতালে মৃত্যু।[১২]
২৩
[সম্পাদনা]- ফকির আলমগীর, ৭১, গণসংগীত শিল্পী, করোনা আক্রান্ত।[১৩]
জুন
[সম্পাদনা]১৮
[সম্পাদনা]- মিলখা সিং,৯১, ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ, করোনা ভাইরাসে আক্রান্ত [১৪]
- গৌতম বসু,৬৬, ভারতীয় বাঙালি কবি,সিওপিডি’ও কিডনির রোগ[১৫]
১৬
[সম্পাদনা]- স্বাতীলেখা সেনগুপ্ত, ৭১, ভারতীয় বাঙালি নাট্যব্যক্তিত্ব, কিডনির অসুখ।[১৬]
১০
[সম্পাদনা]- বুদ্ধদেব দাশগুপ্ত, ৭৭, ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র নির্মাতা, দীর্ঘ অসুস্থতার কারণে।[১৭]
২
[সম্পাদনা]- শাহ আব্দুল হান্নান, ৮২, বাংলাদেশী ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, লেখক ও অর্থনীতিবিদ।[১৮]
মে
[সম্পাদনা]২৫
[সম্পাদনা]- এণাক্ষী চট্টোপাধ্যায়, ৮৬,ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখিকা ও অনুবাদক। কোভিড আক্রান্ত।[১৯]
২৪
[সম্পাদনা]- হাবীবুল্লাহ সিরাজী, ৭২, বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক, বাংলা একাডেমি'র সাবেক মহাপরিচালক।[২০]
২৩
[সম্পাদনা]- শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞানী), ৭৫, ভারতীয় বাঙালি বিজ্ঞানী, হৃদরোগে আক্রান্ত।[২১]
২১
[সম্পাদনা]- সুন্দরলাল বহুগুণা, ৯৩, ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা, করোনা আক্রান্ত।[২২]
১৬
[সম্পাদনা]- অঞ্জন বন্দ্যোপাধ্যায়, ৫৬,প্রখ্যাত ভারতীয় বাঙালি সাংবাদিক, করোনা আক্রান্ত।[২৩]
১১
[সম্পাদনা]- ঈশা মহম্মদ,৮৮, ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী,করোনা পরবর্তী অসুস্থতা।[২৪]
৬
[সম্পাদনা]- শক্তি মণ্ডল,৭২, পশ্চিমবঙ্গের জনশিক্ষা আন্দোলনের নেতা, করোনা আক্রান্ত।[২৫]
এপ্রিল
[সম্পাদনা]২৮
[সম্পাদনা]- অনীশ দেব, ৬৯, পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক, করোনা আক্রান্ত।[২৬]
২১
[সম্পাদনা]১৭
[সম্পাদনা]১১
[সম্পাদনা]- মিতা হক, ৫৯, বাংলাদেশী রবীন্দ্র সংগীত শিল্পী, করোনা আক্রান্ত।
১০
[সম্পাদনা]- হাসান শাহরিয়ার, বাংলাদেশী সাংবাদিক, করোনা আক্রান্ত।
৯
[সম্পাদনা]- পবিত্র মুখোপাধ্যায়, ৮০, ভারতীয় বাঙালি কবি, বার্ধক্যজনিত কারণ।
৭
[সম্পাদনা]- ইন্দ্রমোহন রাজবংশী, ৭৫, বাংলাদেশী গায়ক, করোনা আক্রান্ত।
৫
[সম্পাদনা]- পদ্মনাভন বালচন্দ্রন নায়ার,৬৯, ভারতীয় লেখক, নাট্যকার।
মার্চ
[সম্পাদনা]১৬
[সম্পাদনা]- মওদুদ আহমেদ, ৮০, বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী এবং সাবেক প্রধানমন্ত্রী।[২৯]
৮
[সম্পাদনা]ফেব্রুয়ারি
[সম্পাদনা]২০
[সম্পাদনা]- এটিএম শামসুজ্জামান, ৭৯, বাংলাদেশী বাংলাদেশী অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।[৩১]
৭
[সম্পাদনা]- অমিতেন্দ্রনাথ ঠাকুর, ৯৮, প্রখ্যাত ভারতীয় বাঙালি চিনাতত্ববিদ।[৩২]
জানুয়ারি
[সম্পাদনা]৩
[সম্পাদনা]- রাবেয়া খাতুন, ৮৫, একুশে পদক বিজয়ী বাংলাদেশী লেখিকা।[৩৩]
৩১
[সম্পাদনা]- নূরে আলম চৌধুরী, ৭৭, কলকাতা হাইকোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও পশ্চিমবঙ্গের প্রাণীবিকাশ মন্ত্রী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IAF Chopper Crashed LIVE: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু দেশের প্রথম CDS বিপিন রাওয়াতের"। Zee24Ghanta.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৮।
- ↑ "প্রয়াত পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল"। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৯।
- ↑ "'আগুনপাখি'র চিরপ্রস্থান, প্রয়াত সাহিত্যিক হাসান আজিজুল হক"। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৬।
- ↑ "কলকাতার কড়চা- সুরলোকে"। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৩।
- ↑ "রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্তের প্রয়াণ, শোক মুখ্যমন্ত্রীর"। সংগ্রহের তারিখ ২০২১-১০-১২।
- ↑ "অভিনেতা ড. ইনামুল হক আর নেই"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১১।
- ↑ "প্রয়াত অধ্যাপক স্বপন চক্রবর্তী, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬।
- ↑ "বুদ্ধদেব গুহ প্রয়াত, কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে লিল প্রবীণ সাহিত্যিককে..."। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০।
- ↑ "প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ"। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৬।
- ↑ "স্তব্ধ তেহাই!করোনায় প্রয়াত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়"। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৬।
- ↑ "প্রয়াত অভিনেতা দিলীপ কুমার,শোকপ্রকাশ মোদী মমতার"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- ↑ "চলে গেলেন বরেণ্য গীতিকবি ফজল-এ-খোদা"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২৩ জুলাই ২০২১)। "ফকির আলমগীর মারা গেছেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১।
- ↑ "মিলখা সিং: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের 'উড়ন্ত শিখ'"। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
- ↑ "চিরনিদ্রার দেশে কবি গৌতম বসু"। ২০২২-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১২।
- ↑ "প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- ↑ "প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০।
- ↑ "শাহ আবদুল হান্নান আর নেই"। নয়া দিগন্ত। ২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
- ↑ "Noted Bengali writer, translator Enakshi Chatterjee no more"। The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৯।
- ↑ "চলে গেলেন কবি হাবীবুল্লাহ সিরাজী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ সংস্থা, সংবাদ। "Srikumar Banerjee: প্রয়াত পরমাণু গবেষণার নক্ষত্র শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ "Environmentalist Sundarlal Bahuguna dies of Covid at 93"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ "প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়, 'আপনার রায়' নিয়ে আর ফিরবেন না"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭।
- ↑ "Condolence message for demise of Prof. Isha Mohammed, former President of Asiatic Society Kolkata"। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯।
- ↑ "জনশিক্ষা আন্দোলনের নেতা প্রয়াত"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮।
- ↑ "করোনায় প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক অনীশ দেব"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৪।
- ↑ "Sankha Ghosh Death: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ"। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১।
- ↑ "বনানীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো চিত্রনায়িকা কবরীকে"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "বিএনপি নেতা মওদুদ আহমেদ আর নেই"। বিডিমর্নিং। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬।
- ↑ "চিত্রনায়ক শাহীন আলম আর নেই"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- ↑ "প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০।
- ↑ "অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র অমিতেন্দ্রনাথের জীবনাবসান"। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৩।
- ↑ "কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।