১৯৮৯ দক্ষিণ এশীয় গেমস
অবয়ব
৪র্থ দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | ইসলামাবাদ, পাকিস্তান | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১০টি খেলা | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | গোলাম ইসহাক খান | ||
প্রধান মিলনস্থন | জিন্নাহ স্টেডিয়াম | ||
|
১৯৮৯ দক্ষিণ এশীয় গেমস (৪র্থ দক্ষিণ এশীয় গেমস) অক্টোবর ১৯৮৯ সালে ইসলামাবাদ, পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এটি ছিল পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গেমস।[১]
অংশগ্রহণকারী দেশ
[সম্পাদনা]১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
[সম্পাদনা]স্কোয়াশ ১৯৮৯ সালের গেমসে প্রথমবারের মতো চালু করা হয়। এটি পূর্ববর্তী গেমসের বাস্কেটবল ক্রীড়াকে প্রতিস্থাপিত করে।
পদক তালিকা
[সম্পাদনা]* স্বাগতিক জাতি (পাকিস্তান)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত | ৬১ | ৪৩ | ২০ | ১২৪ |
২ | পাকিস্তান* | ৪৫ | ৩৩ | ৪২ | ১২০ |
৩ | শ্রীলঙ্কা | ৬ | ১০ | ২১ | ৩৭ |
৪ | বাংলাদেশ | ১ | ১২ | ২৪ | ৩৭ |
৫ | নেপাল | ১ | ১০ | ২১ | ৩২ |
৬ | ভুটান | ০ | ০ | ৩ | ৩ |
৭ | মালদ্বীপ | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ১১৪ | ১০৮ | ১৩১ | ৩৫৩ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।