হাজিরহাট থানা
অবয়ব
হাজিরহাট | |
---|---|
মেট্রোপলিটন থানা | |
হাজিরহাট থানা | |
বাংলাদেশে হাজিরহাট থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪৭′৫৮″ উত্তর ৮৯°১১′৪৬″ পূর্ব / ২৫.৭৯৯৪৯৩° উত্তর ৮৯.১৯৬১৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
শহর | রংপুর সিটি কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ২৮ জুন, ২০১২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৪০০ |
হাজিরহাট বাংলাদেশের রংপুর জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]২০১২ খ্রিস্টাব্দের ২৮ জুন রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে হাজিরহাট থানাসহ মোট ৬টি মেট্রোপলিটন থানার অধীনে সম্পূর্ণ সিটি কর্পোরেশনকে ৩৩টি ওয়ার্ডে বিভক্ত করা হয়।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রংপুর সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমভাগে হাজিরহাট থানার অবস্থান। এর দক্ষিণে কোতোয়ালী থানা, পূর্বে পরশুরাম থানা, উত্তরে গংগাচড়া উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]বর্তমানে হাজিরহাট থানার আওতাধীন রংপুর সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:
- ১নং ওয়ার্ড
- ২নং ওয়ার্ড
- ১০নং ওয়ার্ড
- ১১নং ওয়ার্ড
- ১২নং ওয়ার্ড
- ১নং মমিনপুর ইউনিয়ন (রংপুর সদর উপজেলা)
- ২নং হরিদেবপুর ইউনিয়ন (রংপুর সদর উপজেলা)
- ৫নং খলেয়া ইউনিয়ন (রংপুর সদর উপজেলা)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রংপুর সিটি কর্পোরেশন"। rpcc.portal.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩।