সিদ্ধার্থ ভরদ্বাজ
অবয়ব
সিদ্ধার্থ ভরদ্বাজ | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা, মডেল, ভিজে |
সিদ্ধার্থ ভরদ্বাজ (জন্ম: ৩ মার্চ ১৯৮৭) হলেন একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং ভিজে। তিনি এমটিভি ইন্ডিয়ায় সম্প্রচারিত ডেটিং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান এমটিভি স্প্লিটসভিলা ২ জয়লাভ করেছেন। তিনি উক্ত অনুষ্ঠানে সাক্ষী প্রধানের সাথে জুটিবদ্ধ হয়ে ৫,০০,০০০ রুপি জয়লাভ করেছেন। ২০১১ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান বিগ বসের দ্বিতীয় আসরে ২য় রানার-আপ হয়েছেন।
টেলিভিশন
[সম্পাদনা]সাল | অনুষ্ঠান | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০০৯ | এমটিভি স্প্লিটসভিলা ২ | প্রতিযোগী | এমটিভি ইন্ডিয়া | বিজয়ী |
২০১১ | বিগ বস ৫ | কালারস | ২য় রানার-আপ | |
২০১৫ | ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৬ | ১৫তম স্থান | ||
২০১৬ | বক্স ক্রিকেট লিগ ২ | খেলোয়াড় |
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | কুকু মাথুর কি ঝন্ড হো গায়ি | হিমানশু | হিন্দি |