সিটি সেন্টার মেট্রো স্টেশন
অবয়ব
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | বিধাননগর, কলকাতা - ৭০০০৬৪ | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩৫′১৪″ উত্তর ৮৮°২৪′২৯″ পূর্ব / ২২.৫৮৭১৮৬° উত্তর ৮৮.৪০৭৯৯১° পূর্ব | ||||||||||
মালিকানাধীন | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন | ||||||||||
লাইন | লাইন ২ | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উত্তলিত | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ৩ | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | হ্যাঁ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৩ ফেব্রুয়ারি ২০২০[১] | ||||||||||
বৈদ্যুতীকরণ | ২০১৮ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
সিটি সেন্টার মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রো-এর ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের [২] একটি গুরুত্ব পূর্ণ উত্তোলিত মেট্রো স্টেশন। এই স্টেশনটি বিধাননগর এলাকায় অবস্থিত। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রথম পর্যায় সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন মেট্রো স্টেশন পর্যন্ত চলাচল শুরু করবে ২০১৯ সালের মার্চ মাস।
মেট্রো রেল স্টেশনটি বিধাননগরের সিটি সেন্টার এলাকাতে অবস্থিত।
স্টেশন
[সম্পাদনা]গঠন
[সম্পাদনা]কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সিটি সেন্টার মেট্রো স্টেশনটি গঠনগতভাবে উত্তলিত মেট্রো স্টেশন।
স্টেশন বিন্যাস
[সম্পাদনা]জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে | |
পশ্চিমদিকগামী | দিকে →বেঙ্গল কেমিক্যালস→ → | |
পূর্বদিকগামী | →দিকে ← সেন্ট্রাল পার্ক← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অবশেষে চলার পথে, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রো"। এই সময়। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "আংশিকভাবে খুলে যাচ্ছে মেট্রোর নতুন ৪টি রুট-কাছে। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত"।