সাজিদ-ওয়াজিদ
সাজিদ-ওয়াজিদ | |
---|---|
উদ্ভব | উত্তর প্রদেশ |
মৃত্যু | জুন ১, ২০২০কোভিড-১৯[১] | ওয়াজিদ:
ধরন | সুফি, বলিউড |
পেশা | সুরকার, সঙ্গীত পরিচালক |
কার্যকাল | ১৯৯৮-বর্তমান |
লেবেল | টি-সিরিজ |
ওয়েবসাইট | sajidwajid |
সাজিদ-ওয়াজিদ হলেন দুই ভাই কর্তৃক হিন্দি গানে সুরারোপিত সাজিদ আলী এবং ওয়াজিদ আলী এর সমন্বয়ে গঠিত সঙ্গীত যুগল।[২] তারা বলিউড চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। তারা দাবাং চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন। তাদেরকে "ইন্টারন্যাশনাল ফিল্ম" এবং "টেলিভিশন রিসার্স সেন্টার অফ এশিয়ান অ্যাকডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন" কর্তৃক আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয়েছে।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ওস্তাদ সরাফত খাঁ এর পুত্রদ্বয় হলেন সাজিদ আলী ও ওয়াজিদ আলী।
কর্মজীবন
[সম্পাদনা]সাজিদ-ওয়াজিদ ১৯৯৮ সালের সোহেল খান পরিচালিত বলিউডি চলচ্চিত্র "প্যায়ার কিয়া তো ডারনা ক্যা" তে সর্বপ্রথম সঙ্গীতায়নের কাজ করেন। ১৯৯৯ সালে সোনু নিগম এর "দিওয়ানা" এ্যালবামের "দিওয়ানা তেরা", "আন মুঝে রাত দিন", ইস কাদার প্যায়ার হ্যায়" ইত্যাদি গানে সুরারোপ করেন। একই বছরে তারা "হ্যালো ব্রাদার" ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এবং "হাটা সা কি ঘাটা", "চুপ ক্যাসে কই আয়েগা", এবং "হ্যালো ব্রাদার" গানগুলি লেখেন।
এছাড়াও তারা বিভিন্ন চলচ্চিত্রে গান লিখেছেন, যেমনঃ ক্যায়া অ্যায়হি প্যায়ার হ্যায় (২০০২), গুনাহ (২০০২),চোরি চোরি (২০০৩), দ্য কিলার (২০০৬), শাদি কারকে ফাস গায়ে ইয়ার (২০০৬),জানে হোগা ক্যায়া (২০০৬) এবং কাল কিসনে দেখা।
এছাড়াও এই সঙ্গীত যুগল সালমান খান অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। যেমন: তুমকো না ভুল পায়েঙ্গে (২০০২), তেরে নাম (২০০৩), গর্ব: প্রাইড এন্ড অনার (২০০৪), মুঝসে শাদি কারোগি (২০০৪), পার্টনার (২০০৭), হ্যালো (২০০৮), গড তুসি গ্রেট হো (২০০৮), ওয়ান্টেড (২০০৯), ম্যায় অউর মিসেস খান্না, (২০০৯), বীর (২০১০), দাবাং (২০১০),[৩] নো প্রবলেম (২০১০), এবংএক থা টাইগার (২০১২; শুধামাত্র "মাশায়াল্লাহ")।
তারা "সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার", সা রে গা মা পা ২০১২" এর প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "বিগ বস ৪" ও "বিগ বস ৬" এর শিরোনাম গান লিখেছেন। সাজিদ-ওয়াজিদ "আইপিএল ৪" এর থিম গান "ধুম ধুম ধুম ধাড়াক্কা" লিখেছেন। এছাড়াও ওয়াজিদ শিরোনাম গানটি গেয়েছেন।
ওয়াজিদ এর গান সমূহ
[সম্পাদনা]বছর | গান | চলচ্চিত্র | ||
---|---|---|---|---|
২০১৪ | শনিবার রাতি | ম্যায় তেরা হিরো | ||
জয় জয় জয় জয় হো | জয় হো | |||
বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায় | জয় হো | |||
২০১৩ | সামনে হ্যায় সাবেরা | বুলেট রাজা | ||
বুলেট রাজা | বুলেট রাজা | |||
সাতাকে থোকো | বুলেট রাজা | |||
তু ভি মুড মে | গ্রান্ড মাস্তি | |||
ইশক মহল্লা | চাশমে বাদ্দুর | |||
আন্ধা গোরা রেস মে | চাশমে বাদ্দুর | |||
ধিকয়ান ধুম ধুম (সংস্করণ ২) | চাশমে বাদ্দুর | গোবিন্দ আরা রে | রাঙ্গিজ |
সাজিদ চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- চলচ্চিত্রে রাধার বন্ধু হিসেবে ওয়ান্টেড
- চলচ্চিত্রে পুলিশ হাবিলদার হিসেবে দাবাং ২
- চলচ্চিত্রে কালিচরনের বন্ধু হিসেবে কাল কিসনে দেখা
সাজিদ-ওয়াজিদ সংগীত পরিচালক হিসেবে
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র |
---|---|
২০১৪ তেবার | |
দাওয়াত-ই-ইশক | |
গাব্বার | |
হিরোপন্তি | |
ম্যা তেরা হিরো | |
জয় হো | |
২০১৩ | বুলেট রাজা |
নাম | |
ইশাক ইন প্যারিস | |
চাশমে বাদ্দুর | |
হিম্মতওয়ালা | |
রাংগ্রিজ |
চলচ্চিত্র ছাড়া এ্যালবাম
[সম্পাদনা]সাজিদ-ওয়াজিদ সঙ্গীত পরিচালক হিসেবে কিছু এ্যালবামে সঙ্গীতায়নের কাজ করেছেন:
বছর | এ্যালবাম | শিল্পী | গীতিকার |
---|---|---|---|
১৯৯৯ | দিওয়ানা | সোনু নিগম | ফয়েজ আনোয়ার |
২০০১ | খয়া খয়া চাদ | অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয় | সমীর |
২০০৫ | তেরা ইন্তেজোর | রাহুল বাদাইয়া | জালিস শেরওয়ানী এবং সাজিদ–ওয়াজিদ |
গীতিকার হিসেবে সাজিদ–ওয়াজিদ
[সম্পাদনা]বছর | গান | চলচ্চিত্র | গীতিকার | সংগীত পরিচালক |
---|---|---|---|---|
২০১৪ | বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায় | জয় হো | ইরফান কামাল এবং ড্যানিশ সাবরির সাথে সাজিদ | সাজিদ-ওয়াজিদ |
২০১২ | ফেভিকল সে | দাবাং ২ | আশরাফ আলী সাথে সাজিদ-ওয়াজিদ |
সাজিদ–ওয়াজিদ |
সাজিদ-ওয়াজিদ পৃষ্ঠভূমি স্কোরলেখক হিসাবে
[সম্পাদনা]এছাড়াও নিম্নের চলচ্চিত্রে সাজিদ-ওয়াজিদ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করেছেন:
বছর | চলচ্চিত্র |
---|---|
২০১৩ | ইশক ইন প্যারিস |
বুলেট রাজা |
পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী
সাল | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র |
---|---|---|---|
২০১১ | স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | দাবাং'[৪] |
২০১১ | অপ্সরা অ্যাওয়ার্ড | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | দাবাং[৪] |
২০১১ | জি সিনে অ্যাওয়ার্ড | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | দাবাং[৪] |
২০১১ | ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | দাবাং[৪] |
মৃত্যু
[সম্পাদনা]ওয়াজিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জুন ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bollywood music composer Wajid Khan passes away, coronavirus suspected"। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ১ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Scribd.com All Hindi (Bollywood Indian) Movie List: Credits for Welcome (2007)"। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৪।
- ↑ "Sajid-Wajid"। Yahoo! Movies। ১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১০।
- ↑ ক খ গ ঘ "Sajid-Wajid give credit to Sallu for awards"। Times of India। IANS। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় সুরকার
- ভারতীয় পুরুষ সুরকার
- ভারতীয় মুসলিম
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে আইফা পুরস্কার বিজয়ী
- ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত সুরকার
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে স্ক্রিন পুরস্কার বিজয়ী