শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
অবয়ব
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৫ (১৯৫৪-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | পূজা লাড়া সুর্তি (আন্ধাধুন-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের সম্পাদকদের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৫ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
একাধিকবার বিজয়ী
[সম্পাদনা]- ৩ বার
- রাজ কাপুর
- হৃষিকেশ মুখোপাধ্যায়
- শ্রীকর প্রসাদ
- ২ বার
- কমলাকর কার্খানিস
- রেনু সলুজা
- সঞ্জয় বর্মা
- ভি.এন. মায়কার
- এম.এস. শিন্দে
- বি.এস. গ্লাদ
- কেশব নাইডু
- জি.জি. মায়কার
- নম্রতা রাও
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ফিল্মফেয়ার পুরস্কারের দাপ্তরিক ওয়েবসাইট আর্কাইভইজে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে