শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
বাংলাদেশ | |
অবস্থান | সেক্টর ১, পূর্বাচল, ঢাকা |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৫০′১০″ উত্তর ৯০°২৮′৫৩″ পূর্ব / ২৩.৮৩৬২° উত্তর ৯০.৪৮১৫° পূর্ব |
মালিক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
পরিচালক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
ধারণক্ষমতা | ৫০,০০০+[১] |
ক্ষেত্রফল | ৩৭.৫ একর (১৫.২ হেক্টর) |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২৪ অক্টোবর ২০১৮ |
নির্মাণ ব্যয় | $ ১৪০ মিলিয়ন (অনুমেয়, উন্নয়ন সহ) |
মূল ঠিকাদার | রাজউক |
ভাড়াটে | |
ঢাকা ডায়নামাইটস (২০২১ থেকে) জাতীয় দল (২০২২ থেকে) |
পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যা নৌকা নামেও পরিচিত বাংলাদেশের একটি খেলার মাঠ বা স্টেডিয়াম, যা ঢাকার পূর্বাচল এলাকায় নির্মাণাধীন। ভবিষ্যতে এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদরদপ্তর।[২][৩] সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১০০ কোটি, অথবা প্রায় ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, মার্চ ২০১৭ এর হিসাব অনুযায়ী। কাজ সম্পূর্ণ হওয়ার পর পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সটি হবে আসন ক্ষমতার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং এশিয়ার মধ্যে সর্বাধিক ব্যয়বহুল ক্রিকেট স্টেডিয়াম।[৪][৫]
সার্বিক দৃষ্টিকোণ
[সম্পাদনা]পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামটি তৈরী হবে পূর্বাচল নতুন শহরের সেক্টর ১ এ, ৩৮ একর জমির উপর। স্টেডিয়ামটিতে থাকেব একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার, যার আনুমানিক খরচ ধরা হয়েছে ৬০ কোটি। তিন তলা বিশিষ্ট দর্শক বসার জায়গা তৈরী করা হবে প্রায় ১১০০ কোটি ব্যয়ে। ৩৭ কোটি টাকা ব্যয়ে একটি আউটার স্টেডিয়ামও নির্মাণ করা হবে। [১] এখানে একটি ক্রিকেট একাডেমী থাকবে। আগস্ট, ২০১৯-এ এই স্টেডিয়ামের নকশা চূড়ান্ত করা হবে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১০ লাখ টাকায় ৩৭.৪৯ একর জমি পেয়েছে বিসিবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "PM wants 70k capacity venue"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭।
- ↑ "Purbachal to be first smart city by 2018"। Dhaka Tribune। ২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Purbachal to be first smart city by 2018"। The New Nation (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭।
- ↑ "Govt to make new stadium in Purbachal"। archive.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭।
- ↑ "চূড়ান্ত হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা"।