শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভা
অবয়ব
শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভা | |
---|---|
বাংলাদেশের ঊনবিংশ মন্ত্রিসভা | |
গঠনের তারিখ | ১৪ জানুয়ারি ২০১৪ |
বিলুপ্তির তারিখ | ৭ জানুয়ারি ২০১৯ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | আবদুল হামিদ |
সরকারপ্রধান | শেখ হাসিনা |
মন্ত্রী সংখ্যা | ৩১ জন মন্ত্রী ১৭ জন প্রতিমন্ত্রী ২ জন উপমন্ত্রী |
মোট সংখ্যা | ৫০ |
সদস্য দল | আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল |
আইনসভায় অবস্থা | ৯৮-আসনে একক-দলীয় সংখ্যাগরিষ্ঠতা ২৭৩ / ৩৫০ |
বিরোধী দল | জাতীয় পার্টি |
বিরোধী নেতা | রওশন এরশাদ |
ইতিহাস | |
আইনসভার মেয়াদ | ১০ম সংসদ |
পূর্ববর্তী | হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভা |
পরবর্তী | হাসিনার চতুর্থ মন্ত্রিসভা |
২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে এই মন্ত্রিসভা পরিষদ গঠিত হয়।[১] এর আগে নির্বাচিত মন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ ৯ই জানুয়ারি শপথ গ্রহণ করে।
মন্ত্রিসভার সদস্য
[সম্পাদনা]- রাজনৈতিক দল
উপদেষ্টাগণ
[সম্পাদনা]প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাবৃন্দ (মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন):[৩]
- এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
- মসিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা
- গওহর রিজভী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা
- তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা
- তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা