বিষয়বস্তুতে চলুন

লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত২২ নভেম্বর ১৯০৮; ১১৬ বছর আগে (1908-11-22)[]
সদর দপ্তরমন্ডেরকাঙ্গে, লুক্সেমবুর্গ
ফিফা অধিভুক্তি১৯১০[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিলুক্সেমবুর্গ পল ফিলিপ
সহ-সভাপতি
  • লুক্সেমবুর্গ মার্কো রিচার্ড
  • লুক্সেমবুর্গ চার্লস শাক
  • লুক্সেমবুর্গ জঁ-জ্যাক শঁকার
ওয়েবসাইটwww.football.lu

লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন (লুক্সেমবার্গীয়: Lëtzebuerger Foussballfederatioun, ফরাসি: Fédération Luxembourgeoise de Football, জার্মান: Luxemburger Fußballföderation, ইংরেজি: Luxembourg Football Federation; এছাড়াও সংক্ষেপে এলএফএফ নামে পরিচিত) হচ্ছে লুক্সেমবুর্গের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৮ সালের ২২শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৬ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লুক্সেমবুর্গের মন্ডেরকাঙ্গে-এ অবস্থিত।

এই সংস্থাটি লুক্সেমবুর্গের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লুক্সেমবুর্গ জাতীয় বিভাগ, দামেস লীগ ১ এবং লুক্সেমবুর্গ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পল ফিলিপ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জোয়েল উলফ।

সভাপতির তালিকা

[সম্পাদনা]

কর্মকর্তা

[সম্পাদনা]
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি পল ফিলিপ
সহ-সভাপতি মার্কো রিচার্ড
চার্লস শাক
জঁ-জ্যাক শঁকার
সাধারণ সম্পাদক জোয়েল উলফ
কোষাধ্যক্ষ এরনি ডেকার
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মার্ক ডাইডেরিখ
প্রযুক্তিগত পরিচালক রাইনহোল্ড ব্রেউ
ফুটসাল সমন্বয়কারী চার্লস শাক
জাতীয় দলের কোচ (পুরুষ) লুক হোলৎস
জাতীয় দলের কোচ (নারী) দানিয়েল সান্তোস
রেফারি সমন্বয়কারী চার্লস শাক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:লুক্সেমবুর্গ ফুটবল ফেডারেশন