মুয়াত্তা ইমাম মালিক
অবয়ব
লেখক | মালিক ইবনে আনাস |
---|---|
ধরন | হাদীসের সংকলন |
মুয়াত্তা ইমাম মালিক হচ্ছে মালিক ইবনে আনাস এর সংকলিত একটি হাদীস। অনেকে এই হাদীস গ্রন্থকে সিহাহ সিত্তাহ এর একটি গ্রন্থ বলে মনে করেন। তিনি প্রায় একলক্ষ হাদীস থেকে যাচাইবাছাই করে প্রায় একহাজার নয়শ হাদীস সংকলন করেছেন।
মুয়াত্তা এর হাদীসসমূহ
[সম্পাদনা]মুয়াত্তা হাদীস গ্রন্থের সংকলিত হাদীসসমূহ নিম্নরূপ বিভাগে সংকলিত:
আরও দেখুন
[সম্পাদনা]হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|