মালয় দ্বীপপুঞ্জ
ভূগোল | |
---|---|
অবস্থান | দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া |
মোট দ্বীপের সংখ্যা | ২৫,০০০ - ৩০,০০০ |
প্রধান দ্বীপসমূহ | বোর্নিও, জাভা, লুজান, মিন্দানাও, নিউ গিনি, সুলাবেসি, সুমাত্রা |
আয়তন | ২০,০০,০০০ বর্গকিলোমিটার (৭,৭০,০০০ বর্গমাইল)[১] |
প্রশাসন | |
বৃহত্তর বসতি | বন্দর সেরি বেগাওয়ান |
বৃহত্তর বসতি | দিলি |
বৃহত্তর বসতি | জাকার্তা |
বৃহত্তর বসতি | কুচিং বা কোটা কিনাবালু |
বৃহত্তর বসতি | ফ্লাইং ফিশ কোভ |
বৃহত্তর বসতি | ম্যানিলা |
বৃহত্তর বসতি | সিঙ্গাপুর (শহর) |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ৩৯০,৫১৫,৪৯৭[৩] |
জাতিগত গোষ্ঠীসমূহ | অস্ট্রোনেশীয়, মালয়, চীনা |
মালয় দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ যা ইন্দোনেশিয়ার প্রায় ১৭,০০০ এবং ফিলিপাইনের প্রায় ৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত। একে অনেক সময় ইন্দো-অস্ট্রেলীয় দ্বীপপুঞ্জ, বা ইন্দো-এশীয় দ্বীপপুঞ্জ বলা হয়। আবার ইউরোপীয় উপনিবেশের সময় থেকে অঞ্চলটিকে "ইস্ট ইন্ডিজ"-ও (পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ) ডাকা হয়। নিউ গিনি-কে অনেক সময় এর অন্তর্ভুক্ত করা হয়, যদিও উত্তর-পশ্চিমের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্বের বিসমার্ক দ্বীপপুঞ্জকে কখনো অন্তর্ভুক্ত করা হয় না। এখানকার ইন্দোনেশীয় দ্বীপশ্রেণীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঊর্ধ্ব সুন্দা (সুমাত্রা, জাভা, বোর্নিও ও সেলেবিস), নিম্ন সুন্দা, মালুকু, এবং পশ্চিম নিউ গিনি। ফিলিপাইনের প্রধান দ্বীপগুলোর মধ্যে আছে উত্তরে লুজান, দক্ষিণে মিন্দানাও, এবং এদের মাঝখানে ভিসায়াস। এ অঞ্চলের অন্য স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে ব্রুনেই (বোর্নিউ দ্বীপের উত্তরাংশ), পূর্ব টিমোর (নিম্ন সুন্দার টিমোর দ্বীপের পূর্বাংশ, পশ্চিমাংশ ইন্দোনেশিয়ার অধীন), মালয়েশিয়া (কেবল পূর্বাংশ: বোর্নিও দ্বীপের সাবাহ এবং সারাওয়াক) এবং পাপুয়া নিউ গিনি।[৪]
ভূগোল
[সম্পাদনা]মালয় দ্বীপপুঞ্জ বিষুবরেখা বরাবর পূর্ব-পশ্চিমে প্রায় ৬,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উত্তর-দক্ষিণে এর সর্বোচ্চ প্রস্থ প্রায় ৩,৫০০ কিলোমিটার। প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি সাগর রয়েছে, যথা, সুলু, সেলেবিস, বান্দা, মালুকু, জাভা, ফ্লোরেস এবং সাভু।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Moores, Eldridge M.; Fairbridge, Rhodes Whitmore (১৯৯৭)। Encyclopedia of European and Asian regional geology। Springer। পৃষ্ঠা 377। আইএসবিএন 0-412-74040-0। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০০৯।
- ↑ Wallace, Alfred Russel (১৮৬৯)। The Malay Archipelago। London: Macmillan and Co। পৃষ্ঠা 16।
Chapter II. Singapore. ...The native Malays are usually fishermen and boatmen...
- ↑ Department of Economic and Social Affairs Population Division (২০০৬)। "World Population Prospects, Table A.2" (PDF)। 2006 revision। United Nations: 37–42। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-৩০।
- ↑ Malay Archipelago, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ১৭ জুন ২০১৩ তারিখে সংগৃহীত