মাথিউরা ইউনিয়ন
মাথিউরা | |
---|---|
ইউনিয়ন | |
৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মাথিউরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′১৯.৯৯৯″ উত্তর ৯২°৬′৩৩.৯৯৮″ পূর্ব / ২৪.৮২২২২১৯৪° উত্তর ৯২.১০৯৪৪৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা |
আয়তন | |
• মোট | ১,৪৮৬ হেক্টর (৩,৬৭১ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৪,৭০৫ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মাথিউরা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[১][২][৩]
অবস্থান
[সম্পাদনা]বিয়ানীবাজার উপজেলা সদর হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৪.৫০কি:মি:।[২]
ইতিহাস
[সম্পাদনা]ইউনিয়নটি বর্তমান তিলপারা ইউনিয়নের সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে জনসাধারনের দাবীর প্রেক্ষিতে প্রথম অবস্থায় ৭ নং উত্তর তিলপারা ইউনিয়ন হিসাবে সরকারী ভাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে আবারো পরবর্তীতে জনসাধারনের দাবীর প্রেক্ষিতে ইউনিয়নের নামকরণ হয় ইউনিয়ন।[২]
গ্রাম সমূহ
[সম্পাদনা]দুধবকশী, পুরুষপাল, ছবিলপুর, পশ্চিমপার, শেখলাল, রায়বাসী, সুতারকান্দি, পূর্বপার, লাসাইতলা, উত্তরপার, দোয়াখা, খলাগ্রাম, মিনারাই, কান্দিগ্রাম, আরেংগাবাদ, নালবহর, বেজগ্রাম, চক।[২]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন- ১৪.৮২ বর্গ কি:মি:গ। লোকসংখ্যা: ১৫.২৯৪ জন।[২][৩]
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার: ৫৩% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)[২]
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৯টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি
- কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১ টি
- উচ্চ বিদ্যালয়- ৫টি
- জে,এস,সি পরীক্ষার কেন্দ্র-১টি
- দাখিল পরীক্ষা কেন্দ্র ১টি
- মাদ্রাসা-৩টি
- অলিয়া মাদ্রাসা
- মহিলা মাদ্রাসা ২টি
- হাফিজী মাদ্রাসা ৪ টি
- কওমী মাদ্রাসা ১টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- দোয়াখাঁ ছাহেব এর মাজার
- সখের বাড়ি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]দোয়াখা সাহেব - হজরত শাহজালাল রঃ এর সঙ্গী ছিলেন।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ সিহাব উদ্দিন[২]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ আকাদ্দছ সিরাজুল ইসলাম | ০১/০১/১৯৭২ থেকে ১১/০৩/১৯৭৪ |
০২ | মোঃ আজির উদ্দিন | ১২/০৩/১৯৭৪ থেকে ৩০/০৩/১৯৭৭ |
০৩ | মোঃ খলকুর রহমান | ৩১/০৩/১৯৭৭ থেকে ১৮/০১/১৯৭৯ |
০৪ | মোঃ ফজলুর রহমান (ভারপ্রাপ্ত) | ১৯/০১/১৯৭৯ থেকে ২৭/০৭/১৯৭৯ |
০৫ | মোঃ খলকুর রহমান | ২৮/০৭/১৯৭৯ থেকে ৩০/০৩/১৯৮০ |
০৬ | মোঃ আব্দুস ছাত্তার (ভারপ্রাপ্ত) | ৩০/০৩/১৯৮০ থেকে ১৪/০৩/১৯৮১ |
০৭ | মোঃ আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত) | ১৫/০৩/১৯৮১ থেকে ২৮/০৩/১৯৮৪ |
০৮ | মোঃ আব্দুল আলীম | ২৯/০৩/১৯৮৪ থেকে ১০/০৮/১৯৮৬ |
০৯ | মোঃ আব্দুর রহমান (ভারপ্রাপ্ত) | ১১/০৮/১৯৮৬ থেকে ১০/০১/১৯৮৭ |
১০ | মোঃ আব্দুল হান্নান (ভারপ্রাপ্ত) | ১১/০১/১৯৮৭ থেকে ২০/০১/১৯৮৭ |
১১ | মোঃ আব্দুল আলীম | ২১/০১/১৯৮৭ থেকে ১৮/০৭/১৯৮৮ |
১২ | মোঃ লুৎফুর রহমান খান | ১৯/০৭/১৯৮৮ থেকে ১/০৭/১৯৯১ |
১৩ | মোঃ আজিজুর রহমান (ভারপ্রাপ্ত) | ১/০৮/১৯৯১ থেকে ১০/০৫/১৯৯২ |
১৪ | মোঃ আব্দুল হান্নান | ১১/০৫/১৯৯২ থেকে ২২/০২/১৯৯৮ |
১৫ | মোঃ জমির উদ্দিন | ২৩/০২/১৯৯৮ থেকে ৩১/০৩/২০০৩ |
১৬ | মোঃ আতাউর রহমান খান | ১/০৪/২০০৩ থেকে ১৯/০৮/২০০৫ |
১৭ | মোঃ আব্দুল কুদ্দুছ (কুনু) (ভারপ্রাপ্ত) | ২০/০৮/২০০৫ থেকে ১৯/১০/২০০৫ |
১৮ | মোঃ আতাউর রহমান খান | ২০/১০/২০০৫ থেকে ৬/০৮/২০১১ |
১৯ | মোঃ আলতাফ হোসেন (ভারপ্রাপ্ত) | ৭/০৮/২০১১ থেকে ৯/০৮/২০১১ |
২০ | মোহাম্মদ সিহাব উদ্দিন | ১০/০৮/২০১১ থেকে বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "এক নজরে ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ ক খ "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।