মর্টেন পেটার মেলডল
মর্টেন পি. মেলডল | |
---|---|
Morten Meldal | |
জন্ম | মর্টেন পেটার মেলডল ১৬ জানুয়ারি ১৯৫৪ |
জাতীয়তা | দিনেমার (ডেনীয়) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০২২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন, জৈব রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমআরসি ল্যাবরেটরি অব মলিকুলার বায়োলজি |
মর্টেন পেটার মেলডল (ডেনীয়: Morten Peter Meldal; জন্ম ১৬ই জানুয়ারি, ১৯৫৪, ডেনমার্ক) একজন ডেনীয় রসায়নবিদ। তিনি ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত[১] কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের অধ্যাপক। তিনি তামা-অনুঘটিত অ্যাজাইড-অ্যালকাইন চক্রীয়সংযোজন (Copper(I)-catalyzed Azide-Alkyne Cycloaddition) বা সংক্ষেপে কিউএএসি (CuAAC) ক্লিক বিক্রিয়াটি উদ্ভাবনের জন্য সবচেয়ে বেশি পরিচিত,[২] [৩], যে কাজটি তিনি ভ্যালেরি ভি. ফোকিন এবং ব্যারি শার্পলেস শার্পলেসের সাথে একই সময়ে কিন্তু স্বতন্ত্রভাবে সম্পাদন করেন।[৪]
মেলডল ক্যারোলিন রুথ বার্টোজি এবং কার্ল ব্যারি শার্পলেসের সাথে যৌথভাবে "ক্লিক রসায়ন এবং জৈব-লম্বকোণী রসায়নের বিকাশের জন্য" ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ও পুরস্কারের অর্থের এক-তৃতীয়াংশ লাভ করেন। [৫]
জীবনী
[সম্পাদনা]মেলডল টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (ডিটিইউ) থেকে রসায়ন প্রকৌশলে স্নাতক এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন; তার পিএইচ.ডি. থিসিস ছিল অলিগোস্যাকারাইডের সংশ্লেষিক রসায়নের উপর। ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ডিটিইউ এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের একজন অনধীন গবেষণা সহযোগী ছিলেন। ১৯৮৫ এবং ১৯৮৬ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন; তিনি মেডিকেল রিসার্চ কাউন্সিল সেন্টার, ল্যাবরেটরি অব মলিকুলার বায়োলজির পোস্টডক্টরাল গবেষণা সহযোগী ছিলেন। [৬] ১৯৯৬ সালে তিনি ডিটিইউ-তে সহযোগী অধ্যাপক নিযুক্ত হন। ১৯৯৮ সাল থেকে তিনি কার্লসবার্গ ল্যাবরেটরির রসায়ন বিভাগে সংশ্লেষী রসায়ন দলের নেতৃত্ব দিয়েছেন [৭] এবং ১৯৯৭ সাল থেকে তিনি সলিড-ফেজ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড এনজাইমেটিক রিঅ্যাকশন সেন্টার (এসপিওসিসি) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেলডাল তার কর্মজীবনের শুরুতে পেপটাইড সংশ্লেষণের জন্য বেশ কয়েকটি প্রযুক্তিগত কৌশল এবং যন্ত্র তৈরি করেছিলেন। তিনি পেপটাইড এবং জৈব সংশ্লেষণ যন্ত্রের পাশাপাশি বৃহৎ স্প্লিট-মিক্স লাইব্রেরিগুলিকে একত্রিত করার জন্য ব্যবহৃত একাধিক কলাম সংশ্লেষণ তৈরি করেছিলেন। পলিমার ও উপাদান বিজ্ঞানে তিনিই প্রথমবারের মত পেপটাইড এবং প্রোটিন সংমিশ্রণে ব্যবহৃত অ্যাসিটিলিন এবং অ্যাজাইডের সাইক্লোএডিশন উপস্থাপন করেছেন। মেলডলের দল তখন এই প্রতিক্রিয়াটিকে বেশিরভাগ কার্যকরী দলের রসায়নের জন্য সম্পূর্ণ অর্থোগোনাল হিসাবে দেখিয়েছে। তারা পরবর্তীতে সলিড সাপোর্ট তৈরি করে যা সলিড ফেজ পেপটাইড- এবং পেপটাইড-জৈব রসায়নকে সলিড ফেজ রাসায়নিক জীববিজ্ঞান এবং প্রোটিন রসায়নের সাথে একত্রিত করতে সাহায্য করেছে।
অতি সম্প্রতি মেলডল একটি অপটিক্যাল এনকোডিং কৌশল তৈরি করেছে এবং জৈব রসায়ন ও পেপটাইড রসায়নকে সলিড সাপোর্টে একত্রিত করার উপর আলোকপাত করছে। তিনি এন-অ্যাসিল ইমিনিয়াম আয়ন সৃষ্টি নিয়ে বেশ কয়েকটি অভিনব পদ্ধতি তৈরি করেছেন।
২০১৯ সালে, মেলডল বিটা-বডির ধারণা অর্থাৎ অ্যান্টিবডিগুলোর পেপটাইড অনুকরণ ধারণার উপর ভিত্তি করে বেটাম্যাব থেরাপিউটিকস।[৮] তবে, কোম্পানিটি ২০২১ সালে বন্ধ হয়ে।[৯]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]ক্যারোলিন রুথ বার্টোজি এবং কার্ল ব্যারি শার্পলেসের সাথে যৌথভাবে "ক্লিক কেমিস্ট্রি এবং জৈব-লম্বকোণী রসায়নের উন্নয়নের জন্য" মেলডলকে ২০২২ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Morten Meldal is the new professor in nanochemistry"। Nano- Science Center। ৭ ফেব্রুয়ারি ২০১১। ১৬ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- ↑ Tornøe, C.W. and Meldal, M., Peptidotriazoles: Copper(I)-catalyzed 1,3-dipolar cycloadditions on solid-phase. In: Lebl, M., Houghten, R.A. (Eds.), American Peptide Society and Kluwer Academic Publishers, San Diego, 2001, pp. 263-4.
- ↑ "five"। Optimization of Solid-Phase Combinatorial Synthesis (1 সংস্করণ)। CRC Press। ৪ ডিসেম্বর ২০০১। পৃষ্ঠা 408। আইএসবিএন 9780824706548। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪। and Meldal, M., Peptidotriazoles on solid-phase.
- ↑ Rostovtsev, Vsevolod V.; Green, Luke G (২০০২)। "A Stepwise Huisgen Cycloaddition Process: Copper(I)-Catalyzed Regioselective "Ligation" of Azides and Terminal Alkynes": 2596–2599। ডিওআই:10.1002/1521-3773(20020715)41:14<2596::aid-anie2596>3.0.co;2-4। পিএমআইডি 12203546।
- ↑ ক খ https://www.nobelprize.org/prizes/chemistry/2022/press-release/
- ↑ "LMB Alumni"। MRC Laboratory of Molecular Biology। ১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- ↑ Rademann, Jorg (২৯ মে ১৯৯৯)। "SPOCC: A Resin for Solid-Phase Organic Chemistry and Enzymatic Reactions on Solid Phase": 5459–5466। ডিওআই:10.1021/ja984355i।
- ↑ Hu, Hongxia; Kofoed, Christian (২০১৯)। "Computational Evolution of Threonine-Rich β-Hairpin Peptides Mimicking Specificity and Affinity of Antibodies": 259–269। ডিওআই:10.1021/acscentsci.8b00614। পিএমসি 6396188 ।
- ↑ "Betamab ApS"। Paqle। ১০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১।