মনিরুল ইসলাম (পুলিশ কর্মকর্তা)
মনিরুল ইসলাম | |
---|---|
জন্ম | ১৫ জুন ১৯৭০ |
পুলিশ কর্মজীবন | |
Country | বাংলাদেশ পুলিশ |
Department | বিশেষ শাখা |
সময়কাল | ১৯৯৫–২০২৪ |
অবস্থা | অবসরপ্রাপ্ত |
পদমর্যাদা | অতিরিক্ত আইজিপি |
পুরস্কার | বাংলাদেশ পুলিশ পদক রাষ্ট্রপতি পুলিশ পদক |
মনিরুল ইসলাম (জন্ম: ১৫ জুন ১৯৭০) বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত আইজিপি ছিলেন।[১] তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান ছিলেন। এবং সর্বশেষ তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] তিনি ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন।[৩]
জীবনী
[সম্পাদনা]মনিরুল ইসলামের ১৯৭০ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন।[৪] তিনি নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ আইনে স্নাতক হন। তিনি প্রাপ্ত তার মাস্টার্স ইংরেজি এবং ক্রিমিনাল জাস্টিস থেকে গণহত্যা স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সংক্রান্ত একটি অনুষদও ছিলেন।
পেশা
[সম্পাদনা]ইসলাম ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।[৪] তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা।[৩]
বিতর্ক
[সম্পাদনা]২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।[৫]
পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এসবি প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবকে বাধ্যতামূলক অবসর"। Bangla Tribune। ১৩ আগস্ট ২০২৪। Archived from the original on ১৩ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "'কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম' চিফ মনিরুল ইসলাম"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ bdnews24.com, Senior Correspondent। "Monirul Islam moved to Antiterrorism Unit from DMP's counterterrorism unit"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "Md. Monirul Islam, bpm (bar), ppm (bar)" (পিডিএফ)। Brac University। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "সাবেক দুই আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা"। দৈনিক প্রথম আলো। ১৫ সেপ্টেম্বর ২০২৪। Archived from the original on ৩০ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪।