ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস
ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস প্যাসেঞ্জার হল একটি এক্সপ্রেস প্যাসেঞ্জার রেল সেবা যেটা মধ্য প্রদেশের রাজধানী, ভোপাল শহরের ভোপাল জংশন রেলওয়ে স্টেশন থেকে ছত্তিশগড়েরর বিলাসপুর স্টেশন অবধি চলাচল করে।[১] বিলাসপুর প্রথমে মধ্য প্রদেশ এর অংশ ছিল কিন্তু পরবর্তী কালে আলাদা হয়ে এটি নতুন রাজ্য ছত্তিশগড় এর অন্তর্ভুক্ত হয়। এই ট্রেনটি দুটি রাজ্যকে সংযুক্ত করায় এর পরিসেবা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সংখ্যা এবং নামাবলী
[সম্পাদনা]ভোপাল থেকে বিলাসপুর যাওয়ার সময় ট্রেনটি ১৮২৩৫ সংখায় চিহ্নিত করা হয় এবং বিলাসপুর থেকে ভোপাল যাওয়ার পথে এটি ১৮২৩৬ সংখায় চিহ্নিত করা হয়|
ট্রেনটিকে সাধারণত তার গন্তব্য এবং উৎপত্তি শহরের নাম কে সূচিত করে, উভয় পক্ষে বিলাসপুর হিসাবেও উল্লেখ করা হয়|
আগমন এবং প্রস্থান এর তথ্য
[সম্পাদনা]এই ট্রেনটি উভয় দিক থেকেই দৈনিক চলাচল করে| ট্রেন সংখা ১৮২৩৫ প্রতিদিন ভোপাল জংশন থেকে সকাল ৮ টার সময় প্রস্থান করে এবং ফেরার সময় ট্রেন সংখা ১৮২৩৬ ভোপালের ভোপাল নিশাত্পুরা নামক রেলওয়ে স্টেশন এ বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটে এসে পৌঁছায়|[২][৩]
রুট এবং স্টপ
[সম্পাদনা]এই ট্রেনটি বীনা-কাটনী রেল রুট এর ওপর চলাচল করে| ট্রেনটি ৬৩ টারও বেশি স্টেশন এ থামে| এই ট্রেনটি শহরের স্টেশন এর সাথে বিভিন্ন গ্রামের রেলওয়ে স্টেশন এও থামে|[৪][৫][৬][৭] প্রধান স্টেশন গুলি হল –
- ভোপাল জংশন
- ভোপাল নিশাত্পুরা
- ভোপাল সুখসেবানগর
- ভোপাল দেওয়ানগঞ্জ
- সালামতপুর
- সাঁচী
- বিদিশা
- গুলাবগঞ্জ
- গঞ্জ বাসোদা
- কালহার
- মান্দি বামোরা
- বীণা জংশন
- মালখেদি
- খুরাই বাঘোরা
- খুরাই
- খুরাই সুমরেরী
- জেরুবাখেডা
- ইসরওয়ারা
- সুমের
- নারিয়াওলি
- সগর রটনা
- সগর
- সগর মাক্রনিয়া
- সগর গনেশগঞ্জ
- পাথারিয়া
- লিধরা খুর্দ
- গিরবর
- আসলানা
- দামোহ
- দামোহ বান্দাকপুর
- কুন্দলপুর
- সালাইয়া
- সাগনি
- কাতনি
- শাহদোল
- নওরোজাবাদ
- বীরসিংহপুর
- উমারিয়া
- অনুপপুর জংশন
- ভানবার টঙ্ক
- রুপাউন্দ
- বিলাসপুর জংশন
কোচ সংক্রান্ত তথ্য
[সম্পাদনা]এই ট্রেনটি হল একটি প্যাসেঞ্জার ট্রেন এবং এটিতে কোনো বায়ু নিয়ন্ত্রিত কোচ নেই|
গড় গতি এবং ফ্রিকোয়েন্সি
[সম্পাদনা]ট্রেন সংখা ১৮২৩৫ ভোপাল - বিলাসপুর এক্সপ্রেস গড়ে ৫৪ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে চলে ভোপাল জংশন থেকে খুরাই রেলওয়ে স্টেশন অবধি| তারপর গ্রামীণ অঞ্চল দিয়ে যাওয়ার সময়, খুরাই সুমরেরি স্টেশন থেকে ছত্তিসগড় এর বিলাসপুর অবধি এটির গতিবেগ কমে হয়ে যায় ৪০ কিমি প্রতি ঘণ্টায়|[৬]
ট্রেন সংখা ১৮২৩৬ বিলাসপুর – ভোপাল প্যাসেঞ্জার হল পূর্ণ মাত্রায় একটি প্যাসেঞ্জার ট্রেন অতএব স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে এটির গতিবেগ কম হবে| ট্রেনটি ভোপাল অবধি যাওয়ার সময় রাস্তায় প্রত্যেকটি স্টেশন এ থামে যার দরুন এটির গতিবেগ গড়ে ৩৪ কিমি প্রতি ঘণ্টায় থাকে|[৩]
এই ট্রেনটি প্রতিদিন পরিচালনা করে এবং দুই শহরের মধ্যে ৭২০ কিলোমিটার এর দুরত্ব ২৩ ঘণ্টায় পূর্ণ করে|
ভোপাল থেকে বিলাসপুর এর অন্যান্য ট্রেন
[সম্পাদনা]- মহানদী এক্সপ্রেস (বাতিল করা হয়েছে)
- নর্মদা এক্সপ্রেস
- অমরকন্টক এক্সপ্রেস
- গন্দ্বানা এক্সপ্রেস
- ছত্তিসগড় এক্সপ্রেস
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভোপাল"। Indiarailinfo।
- ↑ "ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার রিসার্ভেসন এন্কুয়ারী"। Indianrail.gov.in। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৮।
- ↑ ক খ "বিলাসপুর এক্সপ্রেস"।
- ↑ "স্টেশন এর নাম বিলাসপুর এক্সপ্রেস"। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "রানিং স্টেটাস"।
- ↑ ক খ "BIA WAM4 হাউলিং ১৮২৩৫ ভোপাল বিলাসপুর প্যাসেঞ্জার কার্ভিং"।
- ↑ "বিলাসপুর থেকে ভোপাল এক্সপ্রেস প্যাসেঞ্জার এর টাইম টেবিল" (পিডিএফ)।