“পৃথিবীতে সবাই মেধাবী। কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে॥” - আইনস্টাইন।
আমি চন্দ্রশেখর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা করেছি। বাংলা ভাষায় তথ্য পৌঁছে দিতে বাংলা উইকিপিডিয়াতে যোগদান করি। যেকোন ব্যাপারে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।