বালাজি বিশ্বনাথ
অবয়ব
পেশওয়া বালাজি বিশ্বনাথ | |||||
---|---|---|---|---|---|
ভাট পরিবারের প্রথম পেশওয়া | |||||
রাজত্ব | ১৭ নভেম্বর ১৭১৩ – ১২ এপ্রিল ১৭২০ | ||||
পূর্বসূরি | পরশুরাম ত্রিমবাক কুলকারণি | ||||
জন্ম | শিবার্ধন, কোনকান | ১ জানুয়ারি ১৬৬২||||
মৃত্যু | ১২ এপ্রিল ১৭২০ সাসৌয়াদ, মহারাষ্ট্র | (বয়স ৫৮)||||
দাম্পত্য সঙ্গী | রাধাবাই | ||||
বংশধর | বাজিরাও ছিমনাজি আপ্পা ভিউবাই জোশি অনুবাই ঘোরপাদে | ||||
| |||||
রাজবংশ | (ভাট) দেশমুখ | ||||
রাজবংশ | পেশওয়া | ||||
পিতা | বিশ্বনাথপান্ত (বিশ্বজি) ভাট | ||||
মাতা | অজানা | ||||
ধর্ম | হিন্দু |
বালাজি বিশ্বনাথ (ভাট) (১৬৬২–১৭২০), পেশওয়া বালাজি বিশ্বনাথ নামে অধিক পরিচিত, মারাঠি সাম্রাজ্যের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন। অস্টাদশ শতাব্দীতে তিনি মারাঠা সাম্রাজ্যের অাধিপত্য অর্জন করেন। বিশ্বনাথ বালাজি তরুণ মারাঠা সম্রাট শাহুকে তার যুদ্ধ বিধ্বস্ত রাজ্যকে ধ্বংসের কবল থেকে রক্ষা করতে এবং মুঘল সম্রাট আওরাঙ্গজেবের পুনঃ পুনঃ আক্রমণ থেকে রক্ষার ব্যাপারে সহযোগিতা করেছিলেন। তাকে মারাঠা রাষ্ট্রের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। "[১] পরবর্তীতে তার পুত্র বাজিরাও পেশওয়া হয়ে উঠেন। তার দ্বিতীয় পুত্র ছিমনাজি আপ্পা ভাসাই দুর্গ জয় করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 202–204। আইএসবিএন 978-9-38060-734-4।