বিষয়বস্তুতে চলুন

বাড়িওয়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাড়িওয়ালি
পরিচালকঋতুপর্ণ ঘোষ
প্রযোজকঅনুপম খের []
রচয়িতাঋতুপর্ণ ঘোষ
চিত্রনাট্যকারঋতুপর্ণ ঘোষ
কাহিনিকারঋতুপর্ণ ঘোষ
শ্রেষ্ঠাংশেকিরণ খের
সুরকারদেবজ্যোতি মিশ্র
চিত্রগ্রাহকবিবেক শাহ্
সম্পাদকঅর্ঘকমল মিত্র
মুক্তি২০০০
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

বাড়িওয়ালি (বাংলা: Bariwali, The Lady of the House) ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র। মূল চরিত্র অভিনয় করেছেন কিরণ খের, রূপা গঙ্গোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী

কাহিনী

[সম্পাদনা]

এই ছবির কেন্দ্রীয় চরিত্র বনলতা (কিরণ খের), বিয়ের দুদিন আগে সাপের কামড়ে তার হবু স্বামীর মৃত্যুর পর থেকে সে একাই থাকে। বাড়িতে তার সঙ্গী তার কাজের মেয়ে মালতী (সুদীপ্তা চক্রবর্তী) আর প্রসন্ন।এই বড় বাড়ির নির্জনতায় সে অভ্যস্ত হয়ে গিয়েছে, খুব প্রয়োজন না থাকলে সে বাড়ির বাইরে যায় না। হঠাৎই একজন চলচ্চিত্র পরিচালক (চিরঞ্জিত চক্রবর্তী)তাঁর ছবি তৈরির জন্য বাড়িটির একটি অংশ ভাড়া নিতে চাইলে বনলতা প্রাথমিক ভাবে আপত্তি জানালেও পরে রাজি হয়। ছবির সুদর্শন পরিচালক দীপঙ্কর,ছবির নায়িকা সুদেষ্ণা (রূপা গঙ্গোপাধ্যায়) এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীদের ভিড়ে বাড়ি সরগরম। বনলতা জানত দীপঙ্কর বিবাহিত, এমনকী সুদেষ্ণার সাথে তার পূর্ব প্রণয়ের সম্পর্কের কথাও তার অজানা ছিল না। সব সত্ত্বেও মধ্যবয়সি বনলতা দীপঙ্করের প্রতি আগ্রহী, তার মনে হয় এই রকম একজন মানুষের জন্য সে অপেক্ষা করছিল। দীপঙ্কর এই সুযোগের সদ্ব্যবহার করে, বনলতাকে তার ছবিতে একটা ছোট অংশে অভিনয় করতে অনুরোধ করে। এক সময় শুটিং শেষ হয়, লোকজনরা সকলেই চলে যায়। বনলতার একাকিত্ব আরও বেশি মনে হয়। বনলতা একের পর এক চিঠি পাঠাতে থাকে। দীপঙ্করকে কিন্তু বনলতার চিঠির কোনো উত্তর আসে না।ছবিটি মুক্তি পাওয়ার পর দেখতে যাওয়ার আগে বনলতা দেবাশিসের পাঠানো চিঠির মধ্যে দিয়ে জানতে পারে যে তার অভিনয় করা অংশটুকু ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

অভিনয়ে

[সম্পাদনা]

পুরস্কার

[সম্পাদনা]
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) - কিরণ খের
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ সহ-অভিনেতা)- সুদীপ্ত চক্রবর্তী
  • বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার - ঋতুপর্ণ ঘোষ এবং (Yuji Nakae for Nabbie's Love)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bariwali (2001)"। www.gomolo.in। ২০১১-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]