নীলাঞ্জনা শর্মা
অবয়ব
নীলাঞ্জনা শর্মা | |
---|---|
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | যীশু সেনগুপ্ত |
নীলাঞ্জনা শর্মা একজন ভারতীয় অভিনেত্রী। [১] হিপ হিপ হুরে শোতে তিনি মোনার চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম সিনেমা স্বপ্নের ফেরিওয়ালা পরিচালক সুব্রত সেন । তিনি ইংরেজি সাহিত্যের স্নাতক করেছেন। তিনি টেলিভিশন সিরিয়াল তোমায় আমায় মিলে পরিচালনা করছেন। [২][৩]
তিনি অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। তার ছোট বোন চন্দনা শর্মাও একজন অভিনেত্রী। তিনি বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত'র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের সারা ও জারা নামে দুইজন কন্যা রয়েছে।
টেলিভিষন ধারাবাহিক
[সম্পাদনা]- তোমায় আমায় মিলে
- হিপ হিপ হুরে
- রিসতী
- জানেমান জানেমান
- লেকিন উহ সাচ তা
চলচ্চিত্র
[সম্পাদনা]- স্বপ্নের ফেরিওয়ালা (২০০৩)
- তিন একে তিন (২০০৬)
- আমার (২০০৭)
পুরস্কার
[সম্পাদনা]বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ অভিনেত্রীর পুরস্কার স্বপ্নের ফেরিওয়ালা জন্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NILANJANA SHARMA: Film Database - CITWF"। www.citwf.com। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Nilanjana Sharma"। www.screenindia.com। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Screen The Business Of Entertainment-Television-Cover Story"। www.screenindia.com। ৩০ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮।