নিওহেক্সিন
অবয়ব
নামসমূহ | |
---|---|
পছন্দসই ইউপ্যাক নাম
3,3-Dimethylbut-1-ene | |
অন্যান্য নাম
3,3-Dimethyl-1-butene
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০৮.৩৬১ |
ইসি-নম্বর |
|
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
C6H12 | |
আণবিক ভর | ৮৪.১৬ g·mol−১ |
বর্ণ | বর্ণহীন তরল |
ঘনত্ব | ০.৬৮৫ গ্রাম/মিলি |
স্ফুটনাঙ্ক | ৪১ °সে (১০৬ °ফা; ৩১৪ K) |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
নিওহেক্সিন একটি জৈব যৌগ। এর রাসায়নিক সংকেত (CH3)3CCH=CH2. এটি একটি বর্ণহীন তরল, যার বৈশিষ্ট্য অন্যান্য হেক্সিন জৈব যৌগের মতো। এটি বাণিজ্যিকভাবে প্রস্তুত কৃত্রিম কস্তুরি সুগন্ধীর অন্যতম কাঁচামাল।
প্রস্তুতি
[সম্পাদনা]ডাইআইসোবুটিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া করে নিওহেক্সেন প্রস্তুত করা হয়। বিক্রিয়াটিকে ইথেনোলাইসিস বিক্রিয়া বলা হয়। বিক্রিয়াটি মেটাথেসিস বিক্রিয়ারও একটি উদাহরণ।[১]
- (CH3)3C-CH=C(CH3)2 + CH2=CH2 → (CH3)3C-CH=CH2 + (CH3)2C=CH2
ধর্ম
[সম্পাদনা]নিওহেক্সিন একটি বর্ণহীন তরল। জলের থেকে হালকা। এর ঘনত্ব ০.৬৮৫ গ্রাম/সিসি।
ব্যবহার
[সম্পাদনা]নিওহেক্সিনের সাথে প্যারা সাইমিন(p-cymene)-এর বিক্রিয়া করে যে যৌগ তৈরি হয় সেটি কৃত্রিম কস্তুরি সুগন্ধী তৈরির অন্যতম কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Delaude, Lionel; Noels, Alfred F. (২০০৫)। "Metathesis"। Kirk-Othmer Encyclopedia of Chemical Technology। Weinheim: Wiley-VCH। ডিওআই:10.1002/0471238961.metanoel.a01।