বিষয়বস্তুতে চলুন

দীনু শফিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীনু শফিক
ڈنو شافیک
মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ধারাবাহিকে দীনু শফিক
জন্ম
গোলাম দীনু শফিক

(১৯৩০-০৩-২১)২১ মার্চ ১৯৩০
মৃত্যু১০ মার্চ ১৯৮৪(1984-03-10) (বয়স ৫৩)
মৃত্যুর কারণহৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামদীনু শাফার
নাগরিকত্বব্রিটিশ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
গিল্ডহল স্কুল অব মিউজিক এন্ড ড্রামা
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬৭–১৯৮৩
পরিচিতির কারণইট এইন'ট হাফ হট মম (১৯৭৪–১৯৮১) এ চাওয়ালা মুহাম্মদ,
মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ (১৯৭৭–১৯৭৯) এ আলি নাদিম
সঙ্গীলেসলি ডিডকোক (বাগদত্তা)

দীনু শফিক (জন্মনাম গোলাম দীনু শফিক, ২১ মার্চ ১৯৩০ – ১০ মার্চ ১৯৮৪), একজন ব্রিটিশ বাংলাদেশী কৌতুক অভিনেতা। ঢাকায় জন্মানো এই ব্যক্তি বড় হওয়ার পর পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ) থেকে ১৯৫৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শুরুতে বিভিন্ন সিটকমে অভিনয় করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ইট এইন'ট হাফ হট মম-এ চাওয়ালা মুহাম্মদ ও মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ-এ আলি নাদিম চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছেন।[]

শফিক প্রথমদিকে ঢাকা শহরের বিভিন্ন অপেশাদার নাট্যশালায় কাজ করতেন। ১৯৫৮ সালে যুক্তরাজ্যে দেশান্তর হওয়ার পর তিনি গিল্ডহল স্কুল অব মিউজিক এন্ড ড্রামায় তালিকাভুক্ত হন। তাঁর প্রথম কাজ ছিলো 'আকবর' চরিত্রে দ্যা লং ডুয়েল (১৯৬৭) চলচ্চিত্রে অভিনয় করা।[]

ইট এইন'ট হাফ হট মন

[সম্পাদনা]

ইট এইন'ট হাফ হট মম সিরিজটি জিমি পেরি লিখিত ও ডেভিড ক্রোফট প্রযোজিত বিবিসির কমেডি ধারাবাহিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ ভারতীয় প্রেক্ষাপটে সাজানো হয়েছিলো এই নাটকটি। ১৯৭৪ থেকে ১৯৮১ পর্যন্ত প্রচারিত এই সিরিজে শফিক চাওয়ালা চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তাঁর জনপ্রিয় বাক্যটি হচ্ছে "চায়ে গারাম চায়ে (চা গরম চা)"।

মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ

[সম্পাদনা]

"ইট এইন'ট হাফ হট মম" চলাকালীন সময় শফিক আলি নাদিম নামক ছাত্রের চরিত্রে "মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ" (১৯৭৭-৭৯) সিটকমে অভিনয় করেন। এই ধারাবাহিকে পাকিস্তানের লাহোর থেকে আগত আলি নাদিম লন্ডন নৈশ্য স্কুলে তার শিক্ষক বেরি ইভান্সের কাছে ইংরেজি শিখতে আসেন।

অন্যান্য চরিত্রগুলো

[সম্পাদনা]

উপরিল্লিখিত ধারাবাহিকগুলো বিশ্বে সম্প্রচারের ফলে শফিক ব্রিটিশ ও আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। তিনি বিভিন্ন চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে অভিনয় করেন যেমন "ক্যারি অন ইমমাননুএলে", " মিন্ডার" এবং "দ্যা ওনেদিন লাইন"।

তাঁর শেষ অভিনয় ছিলো টম শেলেক অভিনীত হাই রোড টু চায়না তে।

শিক্ষা জীবন

[সম্পাদনা]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন, এবং পরবর্তীতে গিল্ডহল স্কুল অব মিউজিক এন্ড ড্রামায় তালিকাভুক্ত হন।[]

মৃত্যু

[সম্পাদনা]

দীনু শফিক তার বাগদত্তা লেসলি ডিডকোকের উপস্থিতিতে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজস্ব লন্ডনের বাড়িতে ১৯৮৪ সালের ১০ই মার্চে মারা যান।

অভিনয়ের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
সাল শিরোনাম চরিত্র মন্তব্য
১৯৬৭ দ্যা লং ডুয়েল আকবর
১৯৬৮ দ্যা চার্জ অব দ্যা লাইট ব্রিগেড ভারতীয় চাকর
১৯৭২ ইয়ং উইন্সটন শিখ সৈনিক
১৯৭৬ কুইন কং ভারতীয় অবিশ্বস্ত সূত্র
১৯৭৭ শাট আপ, ভার্জিন সোলজার্স ভারতীয় চৌকিদার
১৯৭৮ ক্যারি অন ইমমাননুয়েলে অভিবাসন কর্মকর্তা
১৯৮৩ হাই রোড টু চায়না সাতভিন্দা শেষ চলচ্চিত্র

টেলিভিশন ধারাবাহিক

[সম্পাদনা]
সাল শিরোনাম চরিত্র মন্তব্য
১৯৬৬ রেডক্যাপ গোর্খা ১টি পর্ব: দ্যা কিলার
১৯৬৭ সফটলি, সফটলি আনোয়ার ২টি পর্ব: দ্যা টার্গেট: প্রথম খণ্ড: সাইটেড, দ্যা টার্গেট: দ্বিতীয় খণ্ড: পয়েন্ট ব্ল্যাংক
১৯৬৮ দ্যা জাজ এইজ আব্বাস ১টি পর্ব: দ্যা আউটস্টেশন
দ্যা চ্যাম্পিয়ন্স নফর ১টি পর্ব: দ্যা ডার্ক আইল্যান্ড
১৯৬৯ দ্যা ট্রাবলশুটার্স আব্দুল ১টি পর্ব: ইউ আর নট গোয়িং টু বিলিভ দিজ, বাট...
স্পেশাল ব্রাঞ্চ মাজিদ ১টি পর্ব: দ্যা প্রমিসড ল্যান্ড
১৯৭১ দ্যা মাইন্ড অব মিস্টার জে.জি রিডার দ্বিতীয় পুরোহিত ১টি পর্ব: ম্যান উইথ এ স্ট্রেইঞ্জ ট্যাটু
দ্যা রিভালস অব শার্লক হোমস আলি ১টি পর্ব: দ্যা ডাচেস অব উইলথশায়ার'স ডায়মন্ড
১৯৭৪ ...এন্ড মাদার মেকস ফাইভ যাযাবর ১টি পর্ব: ইফ আই ক্যান হেল্প সামবডি
১৯৭৬ সেন্টার প্লে প্রদর্শনকারী ১টি পর্ব: কমনওয়েলথ সিজন: ত্রিনিদাদ – হোম সুইট ইন্ডিয়া
১৯৭৭ দ্যা ওনেদিন লাইন জাউন ১টি পর্ব: হোয়েন ট্রাবলস কাম
দ্যা ফাজ প্রথম পাকিস্তানি ১টি পর্ব: কপার্স আন্ডার দ্যা সান
১৯৭৭-১৯৭৯ মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আলি নাদিম ২৯টি পর্ব
১৯৭৯ হ্যাজেল রাইজি ১টি পর্ব: হ্যাজেল ব্যাংগস দ্যা ড্রাম
১৯৮০ মিন্ডার মিনি ক্যাব চালক ১টি পর্ব: অল এবাউট স্কোরিং, ইননিট?
১৯৭৪-১৯৮১ ইট এইন'ট হাফ হট মম চাওয়ালা মুহাম্মদ ৫৬টি পর্ব
১৯৮১ ইনটু দ্যা ল্যাবিরিন্থ সুলেইমান ১টি পর্ব: সাদরেক
১৯৮২ দ্যা স্টেনলি বাক্সটার আওয়ার ১টি পর্ব: ক্রিস্টমাস স্পেশাল

মঞ্চনাটক

[সম্পাদনা]
সাল শিরোনাম চরিত্র মন্তব্য
১৯৬৭ এ টাচ অব ব্রাইটনেস পিডকু রয়েল কোর্ট থিয়েটার, লন্ডন
১৯৬৮ ইন দ্যা পেনাল কলোনি কয়েদি আর্টস ল্যাবরেটরি, ড্রুরি লেন, লন্ডন; স্টিভেন বার্কঅফ দ্বারা অভিযোজিত
১৯৭০ টু এনচোর এ ক্লাউড আসাফ খান কিং জর্জ'স থিয়েটার, লন্ডন
১৯৭১ ক্যাপ্টেন ব্র‍্যাসবাউন্ড'স কনভার্সেশন হাসান ক্যামব্রিজ থিয়েটার, লন্ডন
১৯৭৭ এ ক্লিন ব্রেক আনোয়ার হাসান রবিশঙ্কর হল, লন্ডন
১৯৭৯ ইট এইন'ট হাফ হট মম চাওয়ালা মুহাম্মদ টিভি ধারাবাহিকের কাহিনী অবলম্বনে; পিয়ার থিয়েটার, বোর্নমাউথ
১৯৮০ ডিক উইথিংটন ও তার বিড়াল লন্ডন প্যালাডিয়াম, লন্ডন
১৯৮১ ডিক উইথিংটন ও তার বিড়াল লন্ডন প্যালাডিয়াম, লন্ডন
১৯৮২ গান্ধী ট্রিসাইকেল থিয়েটার, কিলবার্ন, লন্ডন
ইট এইন'ট হাফ হট মম চাওয়ালা মুহাম্মদ টিভি ধারাবাহিকের কাহিনী অবলম্বনে; ফিউচারিস্ট থিয়েটার, স্কারবোর্গ
ডিক উইথিংটন মরক্কোর সুলতান ব্রিস্টোল মল্লভূমি, ব্রিস্টোল

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

অ্যালবাম

[সম্পাদনা]
সাল শিরোনাল লেবেল/ক্যাটাগরি নং মন্তব্য
১৯৭৫ ইট এইন'ট হাফ হট মম ইমএমআই রেকর্ডস ইএমসি ৩০৭৪ চাওয়ালা মুহাম্মদ
১৯৮৩ টনি ফেইনি'স ব্যাক রোজি রেকর্ড আরআর ০০৮ অতিথি চরিত্র

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মরগান-রাসেলম, সাইমন (১৯৮৮)। জিমি পেরি এন্ড ডেভিড ক্রোফট। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৭২। আইএসবিএন 0-7190-6555-0 
  2. https://www.imdb.com/title/tt0061916/fullcredits/?ref_=tt_cl_sm
  3. https://www.imdb.com/name/nm0787247/bio?ref_=nm_ov_bio_sm