ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (১৯৭৯)
ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (১৯৭৯-১৯৮১)
পরিসংখ্যান
প্রথম চ্যাম্পিয়ন
টেড ডিবিয়াসি
সর্বশেষ চ্যাম্পিয়ন
সেইজি সাকাগুচি
সর্বাধিক চ্যাম্পিয়ন
সকল শিরোপাধারি (১)
দীর্ঘ ধারক
সেইজি সাকাগুচি (৫৩২ দিন)
সংক্ষিপ্ত ধারক
টেড ডিবিয়াসি (১২৬ দিন)
দ্য ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউডাব্লিউএফ উত্তর আমেরিকার ভারী ওজনশ্রেনী শিরোপা) ১৯৭৯ সালে পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন(ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ) (বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট - ডাব্লিউডাব্লিউই) কর্তৃক প্রতিষ্ঠিত একটি মহাদেশীয় শিরোপা। ১৯৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি শিরোপাটি প্রতিষ্ঠা করা হয়। পরের মাসে ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ তাদের নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) রাখে, একারণে শিরোপাটির নামের পরিবর্তন ঘটে। ১৯৭৯ হতে ১৯৮১ সাল পর্যন্ত বেশ স্বল্পসময়ের জন্য শিরোপাটি সক্রিয় ছিল।[১]টেড ডিবিয়াসি এই চ্যাম্পিয়নশিপের প্রথম এবং সেইজি সাকাগুচি সর্বশেষ শিরোপাধারী ছিলেন।[২] শিরোপাটিকে ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের আত্মিক পূর্বসূরী ধরা হয়। একটি কল্পিত এক-রাত্রীর প্রতিযোগিতায় কাল্পনিক দক্ষিণ আমেরিকান হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে উত্তর আমেরিকার এই শিরোপাটি একীকরণ করে প্যাট প্যাটারসনকে প্রথম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ১৯৮১ সালের ২৩ এপ্রিল, ডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি নিস্ক্রিয় করে।[৩]
মোট তিনজন কুস্তিগির এই শিরোপা জয় করেন। টেড ডিবিয়াসি প্রথম শিরোপাধারী। তিনি সবচেয়ে কম ১২৬ দিন শিরোপাটি ধরে রাখেন। সেইজি সাকাগুচি সর্বশেষ শিরোপাধারী। তিনি শিরোপাটি নিষ্ক্রিয় হওয়ার আগ পর্যন্ত ৫৩২ দিন চ্যাম্পিয়ন ছিলেন।