বিষয়বস্তুতে চলুন

জিতু মিয়ার বাড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিতু মিয়ার বাড়ী
মানচিত্র
বিকল্প নামখান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়ার আবাসস্থল।
সাধারণ তথ্যাবলী
ধরনবাসস্থান
অবস্থানকাজীর বাজার
ঠিকানাশেখঘাট
শহরসিলেট
দেশবাংলাদেশ
উন্মুক্ত হয়েছে১৮৮৬ সালে
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

জিতু মিয়ার বাড়ি হল সিলেটের জায়গীরদার খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে জিতু মিয়ার আবাসস্থল। এটি সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থাপনা।[][][]

অবস্থান

[সম্পাদনা]

এই বাড়ীটি সিলেট নগরীর শেখঘাটে কাজীর বাজারে অবস্থিত। পূর্বে এটি বর্তমান কাজীর বাজার পশুর হাটের স্থলে অবস্থিত ছিলো যা ১৮৯৭ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে ১৯১১ সালে বর্তমান স্থানে স্থানাস্তর ও সংস্কার করা হয়।[]

বর্ণনা

[সম্পাদনা]

মূল বাড়ীটি জিতু মিয়ার বাবা মাওলানা আবু মোহাম্মদ আবদুর কাদির ১৮৮৬ সালে নির্মাণ করেন। ১৮৯৭ সালের প্রলয়ঙ্করকারী ভূমিকম্পে সিলেট ও আসামের অধিকাংশ স্থাপনার মতো এটিও ক্ষতিগ্রস্ত হলে ১৯১১ সালে জিতু মিয়া বাড়িটির সামনের অংশে একটি নতুন দালানটি নির্মাণ করেন; যা বর্তমানে মূল ভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি দ্বিতল ভবন, যা চুন ও সুরকি দিয়ে মুঘল আমলের মুসলিম স্থাপত্যশৈলীতে নির্মিত। বাড়ীটির মোট ভূমির পরিমাণ ১ দশমিক ৩৬৫ একর।[]

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

বাড়িটির নিচ তলার মূল কক্ষটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হত যেখানে রয়েছে জিতু মিয়ার সংগৃহীত ক্যালিওগ্রাফি করা পবিত্র কুরআন ও হাদিসের বাণী। এই কক্ষের ডান দিকের অপর একটি কক্ষে রয়েছে একটি লম্বা কালো টেবিল ও ২০টি চেয়ার, যা তৎকালীন সময়ে সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো।[] বর্তমানে এই বাড়িটিকে একটি জাদুঘর হিসেবে রূপান্তর করার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস প্রদর্শন করা হবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. BanglaNews24.com। "ঈদে ঘুরে আসুন সিলেটের জল-ঝরনা ও চায়ের সবুজ গালিচায়"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  2. "ঈদে ঘুরতে পারেন সিলেটের শতাধিক পর্যটন কেন্দ্রে"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  3. "সিলেটের উৎপত্তি নিয়ে নানান জনশ্রুতি | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১২ 
  5. "জিতু মিয়ার বাড়ী"সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation | SCC (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩