বিষয়বস্তুতে চলুন

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
সংস্থার রূপরেখা
গঠিত১৬ নভেম্বর, ১৯৯৯
যার এখতিয়ারভুক্তসমাজকল্যাণ মন্ত্রণালয়
সদর দপ্তরসুবর্ণ ভবন, মিরপুর-১৪, ঢাকা
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • নুরুজ্জামান আহমেদ
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
  • মোঃ আশরাফ আলী খান খসরু
সংস্থা নির্বাহী
  • মোঃ জাহাঙ্গীর আলম
ওয়েবসাইটhttp://jpuf.portal.gov.bd/

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী স্বশাসিত প্রতিষ্ঠান। এর সদর দপ্তরসুবর্ণ ভবন, মিরপুর-১৪, ঢাকাতে অবস্থিত। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধনের জন্য ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করছে।

ইতিহাস

[সম্পাদনা]

আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় সমাজভিত্তিক পুনর্বাসন সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে তহবিল গঠনের পরামর্শ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ১৯৯৯ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন গঠিত হয়। ১৬-২-২০০০ তারিখ প্রকাশিত বাংলাদেশ গেজেট এর মাধ্যমে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের সংঘস্মারক ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

২০০৭ সালে ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক এই ভিত্তিটি পুনর্গঠন করে। ১৬ মে ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া বাতিল করে।[] ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের রক্ষা করার জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন যুগোপযোগী করা হয়।[] ফাউন্ডেশন বাংলাদেশের অক্ষম শিক্ষার্থীদের জন্য বিশেষ বিদ্যালয় পরিচালনা করে।[]

উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ

[সম্পাদনা]
  • ১) জেলা ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসমূহের মাধ্যমে বিনামূল্যে থেরাপী সেবা প্রদান;
  • ২) ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ( মোবাইল ভ্যান এর মাধ্যমে ;
  • ৩) অটিজম রিসোর্স সেন্টারের মাধ্যমে বিনামূল্যে থেরাপী সেবা প্রদান;
  • ৪) অটিজম ও এনডিডি কর্ণার সেবা প্রদান;
  • ৫) বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম কার্যক্রম পরিচালনা;
  • ৬) কর্মজীবী প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হোস্টেল কার্যক্রম পরিচালনা;
  • ৭) ক্ষুদ্র ঋণ ও অনুদান কার্যক্রম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পরিচিতি"jpuf.gov.bd। বাংলাদেশ সরকার। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮ 
  2. "সায়মা ওয়াজেদ হোসেন : বিশেষ শিশুদের স্বপ্ন সারথি"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০ 
  3. "ঘোষণার ৫ বছর পরও জারি হয়নি প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের প্রজ্ঞাপন | রাজধানী"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০