বিষয়বস্তুতে চলুন

জয়পুরহাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জয়পুরহাট বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা শহর। প্রশাসনিকভাবে শহরটি জয়পুরহাট জেলা এবং জয়পুরহাট সদর উপজেলার সদর দপ্তর। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর। বিভাগীয় শহর রাজশাহী থেকে জয়পুরহাটের দূরত্ব ১১৩ কি.মি.।

জয়পুরহাট এর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন একটি সুনামধন্য ইউনিয়ন এ ইউনিয়ন কে মেলা-গোপীনাথপুর ইউনিয়ন হিসেবে আখ্যায়িত করা হয় কারন ইতিহাসের সবচেয়ে বড় মেলা এখানে অনুষ্ঠিত হয় যা দেশের মধ্যে সবচেয়ে বড় মেলা।

এ মেলাকে বড়মেলা হিসেবে আখ্যায়িত করা হয় উক্ত মেলায় হাতি, ঘোড়া, মহিষ, গরু, ছাগল এর বিশাল হাট বসে সাথে থাকে যাএাপালা, সার্কাস, ছায়াবাজি, সহ হরেক রকম বিনোদন ও কাপড়, আসবাবপত্র সহ সব ধরনের খাবারের দোকান অসংখ্য হোটেল ও কসমেটিকস এর দোকান বসে উক্ত মেলা ১ মাস স্হায়ী হয়।

গোপীনাথপুর ইউনিয়ন এর প্রধান তিনটি গ্রাম হলো যথাক্রমে ১/পূর্ণগোপীনাথপুর ২/মেলাগোপীনাথপুর ৩/আলী মামুদপুর প্রধান এই গ্রামগুলোর মানুষ অত্যন্ত্য সাবলম্বী ও শিক্ষিত স্বনির্ভর।

ভূগোল

[সম্পাদনা]

জয়পুরহাট বিভাগীয় শহর রাজশাহী থেকে উত্তরে এবং ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে ২৫°৬′১২″ উত্তর ৮৯°১′১৫″ পূর্ব / ২৫.১০৩৩৩° উত্তর ৮৯.০২০৮৩° পূর্ব / 25.10333; 89.02083 স্থানাঙ্কে অবস্থিত। এর আয়তন ১৮.৫৫ বর্গকিলোমিটার, যার সম্পুর্ণটিই পৌরসভা দ্বারা শাসিত হয়।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী জয়পুরহাটের জনসংখ্যা ছিল ৬৯০৩৩ জন, যার মধ্যে পুরুষ ৩৫২৫৭ জন এবং নারী ৩৩৭৫৫ জন। স্বাক্ষরতার হার ৮০.১%। শহরে ১৬৮৪৩টি পরিবার বসবাস করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]