বিষয়বস্তুতে চলুন

জন টিলনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন ডুডলি রবার্ট টারলেটন টিলনি, TD (১৯ ডিসেম্বর ১৯০৭ - ২৬ এপ্রিল ১৯৯৪) একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫০ থেকে ফেব্রুয়ারী ১৯৭৪ সালের সাধারণ নির্বাচনে অবসর নেওয়া পর্যন্ত লিভারপুল ওয়েভট্রির সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ১৯৬২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কমনওয়েলথ সম্পর্কের রাজ্যের আন্ডার সেক্রেটারি ছিলেন।[]

তিনি RJ Tilney & Co- এর প্রতিষ্ঠাতার প্রপৌত্র ছিলেন। জন টিলনি ইটন কলেজে শিক্ষিত ছিলেন। অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজে তার ডিগ্রি কোর্স শেষ করার আগে ১৯২৮ সালের অক্টোবরে ফার্মের সাথে শুরু করার জন্য RJ Tilney & Co- এর সহ-প্রধান জন ব্রকলব্যাঙ্ক তাকে রাজি করান। তিনি ১৯৩২ সালের ডিসেম্বরে স্টক এক্সচেঞ্জের সদস্য হন এবং ১৯৩৩ সালের এপ্রিলে অংশীদারিত্বে ভর্তি হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Obituary: Sir John Tilney"The Independent (ইংরেজি ভাষায়)। ২৭ এপ্রিল ১৯৯৪। ১৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]