গ্যারি কেহিল
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গ্যারি জেমস কেহিল[১] | ||
জন্ম | [২] | ১৯ ডিসেম্বর ১৯৮৫||
জন্ম স্থান | ড্রনফিল্ড, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মি)[৩] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
–২০০০ | এএফসি ড্রনফিল্ড | ||
২০০০–২০০৪ | অ্যাস্টন ভিলা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪–২০০৮ | অ্যাস্টন ভিলা | ২৮ | (১) |
২০০৪–২০০৫ | → বার্নলি (ধার) | ২৭ | (১) |
২০০৭–২০০৮ | → শেফিল্ড ইউনাইটেড (ধার) | ১৬ | (২) |
২০০৮–২০১২ | বোল্টন ওয়ান্ডারার্স | ১৩০ | (১৩) |
২০১২– | চেলসি | ১৮৯ | (১৩) |
জাতীয় দল‡ | |||
২০০৪–২০০৫ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০০৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
২০১০– | ইংল্যান্ড | ৫৮ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
গ্যারি জেমস কেহিল (/ˈkeɪhɪl/ KAY-hil;[৪] জন্ম: ১৯ ডিসেম্বর ১৯৮৫) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
কেহিল এএফসি ড্রনফিল্ডের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল জগতে পদার্পণ করেন। ২০০০ সালে, তিনি অ্যাস্টন ভিলার একাডেমীতে যোগদান করেন এবং তার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখেন। ২০০৪ সালে, তিনি এক মৌসুমের জন্য ধারে বার্নলিতে যোগদান করেন, যেখানে তিনি ভালো খেলার প্রদর্শনের পর, অ্যাস্টন ভিলার মূল একাদশে যোগদান করেন। পরবর্তীতে তিনি তার স্থানীয় ক্লাব শেফিল্ড ইউনাইটেডে তিন মাসের জন্য ধারে যোগদান করেন। ২০০৮ সালের ৩০শে জানুয়ারি তারিখে, তিনি প্রায় ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বোল্টন ওয়ান্ডারার্সে যোগদান করেন, যেখানে তিনি চার মৌসুম অতিবাহিত করেন। বোল্টন ওয়ান্ডারার্সের হয়েও কেহিল তার অসাধারণ খেলা অব্যাহত রাখেন, এর ফলে তিনি ক্লাবটির মূল একাদশে স্থান করে নেন। উক্ত ক্লাবের হয়ে তিনি ১৩০টি লিগ ম্যাচে খেলেছেন, যেখানে ১৩টি লিগ গোল করেছেন। ২০১২ সালের জানুয়ারি মাসে, কেহিল প্রায় ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। কেহিল চেলসির হয়ে তার প্রথম মৌসুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ জয়লাভ করেন। পরবর্তীতে তিনি উয়েফা ইউরোপা লিগ, ইএফএল কাপ এবং প্রিমিয়ার লিগ ট্রফি জয়লাভ করেন।
২০১০ সালে, ইংল্যান্ডের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। এপর্যন্ত তিনি ৫০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তার কাছে ইংল্যান্ড অথবা আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল, কিন্তু তিনি ইংলেন্দকে বেছে নিয়েছিলেন। ২০০৯ সালের জুন মাসে, কাজাখস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য সর্বপ্রথম জাতীয় দলের ডাক পান। অতঃপর ২০১০ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, বুলগেরিয়ার বিরুদ্ধে বদলি খেলোয়াড় হিসেবে খেলার মাধ্যমে অভিষেক করেন। ২০১১ সালের ২৯শে মার্চ তারিখে, কেহিল প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে কোন ম্যাচ শুরু করেন; উক্ত ম্যাচটি ছিল ঘানার বিরুদ্ধে। ২০১২ উয়েফা ইউরোর বাছাইপর্বের এক ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে গোল করার মাধ্যমে তিনি প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে গোল করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Edinburgh: Mainstream Publishing। পৃষ্ঠা 71। আইএসবিএন 978-1-84596-601-0।
- ↑ "G. Cahill: Summary"। Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- ↑ adidas Football, Gary Cahill Round The Bridge – Gamedayplus Episode 7 – adidas Football, সংগ্রহের তারিখ ১৭ নভে ২০১৭
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে গ্যারি কেহিল
- ফুটবল এসোসিয়েশনের ওয়েবসাইটে Gary গ্যারি কেহিল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ অক্টোবর ২০১৪ তারিখে
- সকারবেসে গ্যারি কেহিল (ইংরেজি)
- ১৯৮৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ড্রনফিল্ডের ব্যক্তি
- ইংরেজ ফুটবলার
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- চেলসি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ২০১৪ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০১৬-এর খেলোয়াড়
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী খেলোয়াড়
- উয়েফা ইউরোপা লিগ বিজয়ী খেলোয়াড়
- ২০১৮ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- বার্নলি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- এএফসি বোর্নমাথের খেলোয়াড়
- আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি