আলাপ:বিশ্ব অর্থনৈতিক ফোরাম
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "শিরোনাম পরিচিত মনের হচ্ছে না কেন?" অনুচ্ছেদে
এই পাতাটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
শিরোনাম পরিচিত মনের হচ্ছে না কেন?
[সম্পাদনা]"বিশ্ব অর্থনৈতিক সভা" নামে কোন সংস্থা কি আদেৌ আছে? মনে পড়ছে না কেন? ইংরেজী বা ফরাসীতে কী নাম জানতে পারলে হয়তো বোধগম্য হতো। Faizul Latif Chowdhury (talk) ১৫:৫৬, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- বিষয়টি নিয়ে আমিও চিন্তায় আছি। ইংরেজি নাম World Economic Forum, আমি বাংলা করলাম, বিশ্ব অর্থনৈতিক সভা। এখন মনে হচ্ছে, বিশ্ব অর্থনৈতিক সংস্থা হবে। যদিও প্রথমে বাংলা এটাই করেছিলাম, তবে ফোরাম দেখে সভা করলাম। দেখি শেষ পর্যন্ত কিনারা করতে না পারলে "ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম"-এ সরিয়ে নেবো। ভুল থাকার চেয়ে প্রতিবর্ণীকরণ করা থাকলো। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৬:০১, ২৬ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ই যথাযথ হয়েছে প্রতীয়মান হয়। ধন্যবাদ। Faizul Latif Chowdhury (talk) ০০:৫২, ২৭ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- আমি নিবন্ধটিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম নামে সরিয়ে নিলাম। এই নাম বাংলা গণমাধ্যমে বেশ ব্যবহৃত হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২২, ৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)