বিষয়বস্তুতে চলুন

আলাপ:ধান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Auyon কর্তৃক ১০ বছর পূর্বে "কপি-পেস্ট" অনুচ্ছেদে

একত্র করা উচিৎ হবে না

[সম্পাদনা]

ধান এবং চাল নিয়ে আলাদা নিবন্ধই প্রকাশ করা যায়। কারণ, দুটোরই বিস্তৃতি ব্যাপক। সুতরাং একত্র করা উচিৎ হবে না। - Kazi.mta (আলাপ)

ধান, চাউলএকত্রীকরণ

[সম্পাদনা]

ধান এবং চাউল একত্রীকরণ করা ঠিক হবে না। চাউল নিয়েই একটি দীর্ঘ নিবন্ধ রচনা করা সম্ভব ; ধান নিয়ে তো বটেই। চাউল ধানজাত বটে, কিন্তু যে কারণে গম এবং সুজি/আটা পৃথক নিবন্ধের দাবী রাখে সেরকম কারণেই ধান এবং চাউল পৃথক রাখা যায়। –Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:০৯, ১৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ফাইজুল সাহেব, আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্যে। ধান এবং চাউল একত্রীকরণ করা ঠিক হবে না - মেনে নেয়া যায়। কিন্তু -
  1. দু'টো নিবন্ধেরই আন্তঃউইকি অর্থাৎ বৈশ্বিক ভাষায় এক হয়ে আছে।
  2. দু'টো নিবন্ধেই স্বল্প বক্তব্য রয়েছে।
  3. একীকরণ করলে অর্থাৎ বক্তব্যগুলো যদি গুছিয়ে যে-কোন একটিতে রাখা যায় - তাহলে হয়তো একটু বড় নিবন্ধ দেখাবে!

সে দৃষ্টিকোণে একীভূত করাটাই বাঞ্ছনীয়। কেননা, বাংলা ব্যবহারকারীর সংখ্যা এতোটাই অপ্রতুল যে ...। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৪২, ১৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

লের উপর ক্লিক করলেই চাল নিবন্ধতে চলে যেতে পারবে। ভাতের ক্ষেত্রেও একই করা হয়েছে। খুব সংক্ষিপ্ত আকারে ধান বর্ণনা করুন। ডিটেইলস এ যাবার দরকার নাই, জাস্ট দেখলে যেনো বোঝা যায় এটা কি। শুধুমাত্র মৌখিক একটা ধারনা দিন


চাল যোগ করা

[সম্পাদনা]

আমি এডিট করার সময় বলেছি ধান থেকে চাল হয় এবং কেউ চালের উপর ক্লিক করলেই চাল নিবন্ধতে চলে যেতে পারবে। ভাতের ক্ষেত্রেও একই করা হয়েছে। খুব সংক্ষিপ্ত আকারে ধান বর্ণনা করুন। ডিটেইলস এ যাবার দরকার নাই, জাস্ট দেখলে যেনো বোঝা যায় এটা কি। শুধুমাত্র মৌখিক একটা ধারনা দিন. siamashraful (আলাপ) 00:৪৫, ১৮ জানুয়ারি ২০১৩(ইউটিসি)

চাষ পদ্ধতি

[সম্পাদনা]

ধানের চাষপদ্ধতি দেবার দরকার আছে কি? আমার মনে হয় না। siamashraful (আলাপ) ০৩:০৮, ১৯ জানুয়ারি ২০১৩(ইউটিসি)

অবশ্যই ধানের চাষ পদ্ধতি ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। তবে তা বিশ্বকোষীয় উপস্থাপনায় সংক্ষেপে সারসংক্ষেপ উল্লেখপূর্বক দিতে হবে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০২:০৬, ২০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ একীকরণের প্রস্তাব

[সম্পাদনা]

একীকরণের প্রস্তাবটি (ট্যাগ) অপসারণ করা হয়েছে। উপরে এই বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে, এবং সেখানে এই ট্যাগ সংযোজনের বিরোধিতা করা হয়েছে। ট্যাগ সংযোজনকারী যদি এখনো মনে করেন যে ধান নিবন্ধটি চাল নিবন্ধের সাথে একীকরণ করা প্রয়োজন সেক্ষেত্রে বিস্তারিত যুক্তি উপস্থাপনের অনুরোধ করা হচ্ছে। --নাসির খান সৈকতআলাপ ১২:২৪, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কপি-পেস্ট

[সম্পাদনা]

নিবন্ধের বোরো ধান অংশটি সরাসরি কপি-পেস্ট করা হয়েছে এখান থেকে। সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্ষণ করছি।

অয়ন (আলাপ) ০২:৪৯, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন