বিষয়বস্তুতে চলুন

মরা আত্রাই নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আত্রাই নদী (পাবনা) থেকে পুনর্নির্দেশিত)
মরা আত্রাই নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রাজশাহী বিভাগ
জেলা পাবনা জেলা
উৎস হাদল ইউনিয়ন, ফরিদপুর উপজেলা, পাবনা
মোহনা বাদাই নদী
দৈর্ঘ্য ৭০ কিলোমিটার (৪৩ মাইল)

মরা আত্রাই নদী বা আত্রাই নদী (পাবনা) হচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পাবনা জেলায় অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৭০ কিলোমিটার।[] এই নদীটির গড় প্রস্থ ৪১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আত্রাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ০৫।[]

প্রবাহ

[সম্পাদনা]

আত্রাই নদী পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বিলাঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। যদিও এটি পুরাতন আত্রাই নদীর একটি মরা খাত। বর্তমানে খাতটির সংযোগ গুমানী নদীর সাথে স্থাপিত হয়ে গেছে। নদীটি চলতি পথে চিকনাই নদীর সাথে মিলিত হয়। এরপর নদীটি পূর্ব দক্ষিণে বইতে থাকে।

অতঃপর এই নদী পুরাতন প্রবাহ অনুসারে বর্তমান পাবনা সেচ প্রকল্পের ভেতরে ঢুকে পূর্বমুখী ও পরে দক্ষিণমুখী হয়ে মহাসড়ক পার হয়ে বাদাই নদীর সাথে মিলিত হয়েছে॥[]

আত্রাইয়ের উৎপত্তিমুখে স্লুইসগেটের মাধ্যমে নদীর পানি নিয়ন্ত্রণ করা হয়। এ নদীর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন করা হয় এবং সেচের কাজও করা হয়। বেশ কয়েক বছর ধরে নদীটির কোনো পরিবর্তন হয়নি। তবে এর প্রবাহ দিনদিন হ্রাস পাচ্ছে। নদীটি তে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪০।
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৯০-৯১। আইএসবিএন 984-70120-0436-4