অলিম্পিকে সান মারিনো
অবয়ব
অলিম্পিক গেমসে সান মারিনো | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
সান মারিনো প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মাধ্যমে, অভিষেকের পর থেকে তারা ১২টি গ্রীষ্মকালীন এবং ৭টি শীতকালীন গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছ, কিন্তু এ পর্যন্ত কোন পদক জিততে পারেনি।
সান মারিনোর সবচেয়ে সফল অলিম্পিক ক্রীড়াবিদ হলো ফ্রান্সিসকো এমিচি এবং এমানুয়েল ফেলিচি, তারা দুজনে ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের শ্যুটিংয়ে ফাইনালে উঠেছিলেন।[১]
পদক তালিকা
[সম্পাদনা]গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
১৯৬০ রোম | ৯ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৬৪ টোকিও | অংশগ্রহণ করেনি | |||||
১৯৬৮ মেক্সিকো সিটি | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৭২ মিউনিখ | ৭ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৭৬ মন্ট্রিল | ১০ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮০ মস্কো | ১৬ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস | ১৯ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮৮ সিউল | ১১ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯২ বার্সেলোনা | ১৭ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯৬ আটলান্টা | ১ | ০ | ০ | ০ | ০ | – |
২০০০ সিডনি | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
২০০৪ এথেন্স | ৫ | ০ | ০ | ০ | ০ | – |
২০০৮ বেইজিং | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
২০১২ লন্ডন | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
২০১৬ রিও | ৪ | ০ | ০ | ০ | ০ | – |
২০২০ টোকিও | – | |||||
সর্বমোট | ০ | ০ | ০ | ০ | – |
শীতকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
১৯৭৬ ইন্সব্রুক | ২ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮০ লেক প্লাসিড | অংশগ্রহণ করেনি | |||||
১৯৮৪ সারাজেভো | ৩ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৮৮ ক্যালগেরি | ৫ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯২ আলবার্টভিল | ৩ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯৪ লিলেহামার | ৩ | ০ | ০ | ০ | ০ | – |
১৯৯৮ নাগানো | অংশগ্রহণ করেনি | |||||
২০০২ সল্ট লেক | ১ | ০ | ০ | ০ | ০ | – |
২০০৬ তুরিন | ১ | ০ | ০ | ০ | ০ | – |
২০১০ ভ্যানকুভার | ১ | ০ | ০ | ০ | ০ | – |
২০১৪ সোচি | ২ | ০ | ০ | ০ | ০ | – |
সর্বমোট | ০ | ০ | ০ | ০ | – |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ San Marino at the Olympics ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ আগস্ট ২০১৭ তারিখে, The Telegraph
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "San Marino"। International Olympic Committee।
- "San Marino"। Sports-Reference.com। ২০ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৬।