বিষয়বস্তুতে চলুন

অভিস্রবণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভিস্রবণের একটি কম্পিউটার সিমুলেশন

অভিস্রবণ : যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক কৃত দুটি সম প্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অনু অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে দুটি দ্রবণকে সমঘনত্বে পরিণত করে তাকে অভিস্রবণ বলে।

অভিস্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।অভিস্রবন এক প্রকার ব্যাপন। অভিস্রবণ ভর এবং ঘনত্বের উপর নির্ভর করে।অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে। [][] তরলের বাস্তবিক চলাচল।অভিস্রবণকে দুই ভাগে ভাগ করা যায়— অন্তঃঅভিস্রবণ, বহিঃঅভিস্রবণ। কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে অন্তঃঅভিস্রবণ বলে। কোষের ভেতর থেকে যখন তরল পদার্থ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়া বলে।

[]

অভিস্রবণিক চাপ

[সম্পাদনা]
  • অভিস্রবণিক চাপ হলো ন্যূনতম চাপ যা অর্ধভেদ্য পর্দা দ্বারা এর দ্রাবকের অভ্যন্তরীণ প্রবাহ রোধ করার জন্য একটি দ্রবণ যোগ করা হয় । অন্যভাবে বলা যায় বিশুদ্ধ দ্রাবক গ্রহণ করার প্রবণতা পরিমাপ করাই হলো অভিস্রবণ । সম্ভাব্য অভিস্রবণিক চাপ হলো সর্বাধিক অভিস্রবণিক চাপ যা কোনো দ্রবণে বিকাশ করতে পারে যদি এটি তার অর্ধভেদ্য পর্দা দ্বারা শুদ্ধ দ্রাবক থেকে পৃথক করা হয়।

অভিস্রবণ ঘটে যখন দুইটি ভিন্ন ঘনত্ব ধারণকারী দ্রবীভূত পদার্থ একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা বিভক্ত করা হয়। দ্রাবক অণুগুলি কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে ঝিল্লির মধ্য দিয়ে যায়। ভারসাম্য অর্জন না হওয়া পর্যন্ত দ্রাবক অণুগুলির স্থানান্তর চলতে থাকবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [http:// www.britannica.com/EBchecked/topic/434057/osmosis Osmosis], Encyclopedia Britannica on-line
  2. Haynie, Donald T. (২০০১)। Biological Thermodynamics। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 130–136। আইএসবিএন 0521795494 
  3. Waugh, A. (২০০৭)। Anatomy and Physiology in Health and Illness। Edinburgh: Elsevier। পৃষ্ঠা 25–26। আইএসবিএন 0443101019  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)