বিষয়বস্তুতে চলুন

মালয় দ্বীপপুঞ্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
মালয় দ্বীপপুঞ্জ
বিশ্ব মানচিত্রে মালয় দ্বীপপুঞ্জ
ভূগোল
অবস্থানদক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া
মোট দ্বীপের সংখ্যা২৫,০০০ - ৩০,০০০
প্রধান দ্বীপসমূহবোর্নিও, জাভা, লুজান, মিন্দানাও, নিউ গিনি, সুলাবেসি, সুমাত্রা
আয়তন২০,০০,০০০ বর্গকিলোমিটার (৭,৭০,০০০ বর্গমাইল)[]
প্রশাসন
বৃহত্তর বসতিবন্দর সেরি বেগাওয়ান
বৃহত্তর বসতিদিলি
বৃহত্তর বসতিজাকার্তা
বৃহত্তর বসতিকুচিং বা কোটা কিনাবালু
বৃহত্তর বসতিফ্লাইং ফিশ কোভ
বৃহত্তর বসতিম্যানিলা
বৃহত্তর বসতিসিঙ্গাপুর (শহর)
জনপরিসংখ্যান
জনসংখ্যা৩৯০,৫১৫,৪৯৭[]
জাতিগত গোষ্ঠীসমূহঅস্ট্রোনেশীয়, মালয়, চীনা

মালয় দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ যা ইন্দোনেশিয়ার প্রায় ১৭,০০০ এবং ফিলিপাইনের প্রায় ৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত। একে অনেক সময় ইন্দো-অস্ট্রেলীয় দ্বীপপুঞ্জ, বা ইন্দো-এশীয় দ্বীপপুঞ্জ বলা হয়। আবার ইউরোপীয় উপনিবেশের সময় থেকে অঞ্চলটিকে "ইস্ট ইন্ডিজ"-ও (পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ) ডাকা হয়। নিউ গিনি-কে অনেক সময় এর অন্তর্ভুক্ত করা হয়, যদিও উত্তর-পশ্চিমের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্বের বিসমার্ক দ্বীপপুঞ্জকে কখনো অন্তর্ভুক্ত করা হয় না। এখানকার ইন্দোনেশীয় দ্বীপশ্রেণীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঊর্ধ্ব সুন্দা (সুমাত্রা, জাভা, বোর্নিওসেলেবিস), নিম্ন সুন্দা, মালুকু, এবং পশ্চিম নিউ গিনি। ফিলিপাইনের প্রধান দ্বীপগুলোর মধ্যে আছে উত্তরে লুজান, দক্ষিণে মিন্দানাও, এবং এদের মাঝখানে ভিসায়াস। এ অঞ্চলের অন্য স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে ব্রুনেই (বোর্নিউ দ্বীপের উত্তরাংশ), পূর্ব টিমোর (নিম্ন সুন্দার টিমোর দ্বীপের পূর্বাংশ, পশ্চিমাংশ ইন্দোনেশিয়ার অধীন), মালয়েশিয়া (কেবল পূর্বাংশ: বোর্নিও দ্বীপের সাবাহ এবং সারাওয়াক) এবং পাপুয়া নিউ গিনি[]

ভূগোল

মালয় দ্বীপপুঞ্জ বিষুবরেখা বরাবর পূর্ব-পশ্চিমে প্রায় ৬,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উত্তর-দক্ষিণে এর সর্বোচ্চ প্রস্থ প্রায় ৩,৫০০ কিলোমিটার। প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি সাগর রয়েছে, যথা, সুলু, সেলেবিস, বান্দা, মালুকু, জাভা, ফ্লোরেস এবং সাভু।

তথ্যসূত্র

  1. Moores, Eldridge M.; Fairbridge, Rhodes Whitmore (১৯৯৭)। Encyclopedia of European and Asian regional geology। Springer। পৃষ্ঠা 377। আইএসবিএন 0-412-74040-0। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০০৯ 
  2. Wallace, Alfred Russel (১৮৬৯)। The Malay Archipelago। London: Macmillan and Co। পৃষ্ঠা 16Chapter II. Singapore. ...The native Malays are usually fishermen and boatmen... 
  3. Department of Economic and Social Affairs Population Division (২০০৬)। "World Population Prospects, Table A.2" (PDF)। 2006 revision। United Nations: 37–42। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-৩০ 
  4. Malay Archipelago, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ১৭ জুন ২০১৩ তারিখে সংগৃহীত