উইলিস টাওয়ার

শিকাগোর আকাশচুম্বী ভবন

উইলিস টাওয়ার বা সিয়ার্স টাওয়ার (বর্তমান নাম উইলিস টাওয়ার) মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত একটি আকাশচুম্বি অফিস ভবন। ১৯৭৩ সালে এর নির্মাণ শেষ হয়। তখন থেকে শুরু করে নব্বই এর দশকের শেষভাগ পর্যন্ত এটি ছিল বিশ্বের উচ্চতম ভবন ।

উইলিস টাওয়ার
মানচিত্র
প্রাক্তন নামসিয়ার্স টাওয়ার (১৯৭৩–২০০৯)
রেকর্ড উচ্চতা
Tallest in বিশ্বে from ১৯৭৩ হতে ১৯৯৮[I]
পূর্ববর্তী রেকর্ডওয়ার্ল্ড ট্রেড সেন্টার (১৯৭০)
নতুন রেকর্ডপেট্রোনাস টাওয়ার
সাধারণ তথ্যাবলী
ধরনঅফিস, পর্যবেক্ষণ, যোগাযোগ
স্থাপত্যশৈলীআন্তর্জাতিক
অবস্থান২৩৩ এস. ওয়েকার ড্রাইভ
শিকাগো, ইলিনয় ৬০৬০৬
মার্কিন যুক্তরাষ্ট্র
নির্মাণ শুরু১৯৭০
সম্পূর্ণ১৯৭৩
Height
স্থাপত্য৪৪২.১ মি (১,৪৫০ ফু)[]
শীর্ষবিন্দু পর্যন্ত৫২৭ মি (১,৭২৯ ফু)[]
শীর্ষ তলা পর্যন্ত৪১২.৭ মি (১,৩৫৪ ফু)[]
কারিগরী বিবরণ
তলার সংখ্যা১০৮[] (+৩ বুনিয়াদ তল)
তলার আয়তন৪,১৬,০০০ মি (৪৪,৭৭,৮০০ ফু)[]
লিফট/এলিভেটর১০৪,[] সাথে ১৬টি ডবল ডেকার এভিলেটর, ওয়েস্টিংহাউস কর্তৃক নির্মিত, শিন্ডলার গ্রুপ কর্তৃক আধুনিকায়ন কৃত
নকশা ও নির্মাণ
স্থপতি
তথ্যসূত্র
[]


১৯৭০ সালের আগস্ট মাসে উইলিস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি এর সর্বোচ্চ উচ্চতায় পৌছায় ১৯৭৩ সালের ৩রা মে তারিখে। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর এটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ছাড়িয়ে বিশ্বের উচ্চতম ভবনে পরিণত হয়। ভবনটিতে ১০৮টি তলা রয়েছে (নির্মাতারা অবশ্য ছাদ ও এলিভেটর পেন্টহাউজকে হিসাব করে ১১০ তলা দাবি করেন)। পূর্ব দিকের প্রবেশ পথ হতে ছাদ পর্যন্ত উচ্চতা ১,৪৫০ ফুট ৭ ইঞ্চি (৪৪২ মিটার)। ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে এর ছাদে দুইটি টেলিভিশন এন্টেনা বসানো হয়। এগুলি সহ মোট উচ্চতা দাঁড়ায় ১,৭০৭ ফুট (৫২০ মিটার)। পশ্চিম দিকের এন্টেনাটিকে পরে ২০০০ সালের জুন ৫ তারিখে বাড়িয়ে দেয়ায় ভবনের উচ্চতা দাড়াঁয় ১,৭২৯ ফুট (৫২৭ মিটার), যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ১ম টাওয়ারের এন্টেনাকে ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রের অন্য যেকোন বাণিজ্যিক ভবনের চাইতে উইলিস টাওয়ারের মোট এলাকা বেশি। সব ভবন বিচার করলে পেন্টাগণ এর পরেই এর স্থান। ৩০-৩২, ৬৪-৬৫, ৮৮-৮৯, ও ১০৬-১০৭ তলার মধ্যে ১ তলা উঁচু কালো ব্যান্ড রয়েছে, যা বায়ুচলাচল ও রক্ষনাবেক্ষনের যন্ত্রপাতি রাখার জন্য রাখা হয়েছে।

ভবনটির প্রাতিষ্ঠানিক ঠিকানা ২৩৩ দক্ষিণ ওয়াকার ড্রাইভ, শিকাগো, ইলিনয়, ৬০৬০৬।

পরিসংখ্যান

সম্পাদনা
  • উইলিস টাওয়ার এর শীষ ইলিনয় এর সর্বোচ্চ বিন্দু।
  • এর আ্যন্টেনার সর্বোচ্চ শঙ্গ হল রাস্তায় স্তর এর ১৭৩০ ফুট বা সমুদ্রতল এর ২৩২৫ ফুট উপরে।
  • এর ছাদ হল রাস্তায় স্তর এর ১৪৫০ ফুট ৭ ইঞ্চি উপরে বা সমুদ্রতল এর ২০৪৬ ফুট উপরে।
  • ১০৩ তম তলার পর্যবেক্ষণ ডেক (স্কাই ডেক) হল রাস্তায় স্তর থেকে ১৩৫৩ ফুট বা সমুদ্রতল উপরে ১৯৪৮ ফুট।
  • ১০৩ তলায় অবস্থিত রেস্টরুম পশ্চিম গোলার্ধে সর্বোচ্চ (রাস্তায় স্তর থেকে আপেক্ষিক)।
  • ভবনটির নকশা একটি সিগারেট প্যাকেজের বিজ্ঞাপন দ্বারা অণুপ্রাণিত হয়েছে।

গ্যালারি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Willis Tower - The Skyscraper Center"Council on Tall Buildings and Urban Habitat। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪ 
  2. The tower has 108 stories as counted by standard methods, though the building's owners count the main roof as 109 and the mechanical penthouse roof as 110. Emporis.com Retrieved on June 7, 2008

বহিসংযোগ

সম্পাদনা
রেকর্ড
পূর্বসূরী
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (1970)
বিশ্বের সুউচ্চ ভবন
442 m

1973–1998
উত্তরসূরী
পেট্রোনাস টাওয়ার
World's tallest building architectural element
442 m

1973–1998
Building with the most floors
108 floors

2001–2007
উত্তরসূরী
বুর্জ খলিফা
World's tallest building rooftop
442 m

1973–2003
উত্তরসূরী
তাইপে ১০১
Tallest building in the United States
442 m

1973–2013
উত্তরসূরী
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (2006)
পূর্বসূরী
Aon Center
Tallest building in Chicago
442 m

1973–present
নির্ধারিত হয়নি