Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির প্রথম ভিসি অধ্যাপক নাছিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ১২:৫৮ পিএম

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির প্রথম ভিসি অধ্যাপক নাছিম

অধ্যাপক ড. মো. নাছিম আখতার

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সেন্টারের পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ছিলেন ।

গত ২৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ ৪ বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন তিনি।  উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, উপাচার্য নিয়োগের মধ্য দিয়েই চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। এরপর শিগগিরই প্রজেক্ট ডিরেক্টর (পিডি) নিয়োগ দেওয়া হবে।  নিয়োগের পর পর পিডি জায়গা অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণের অন্যান্য কাজ শুরু করবেন। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তার প্রস্তাবের পর বিলটি পাস হয়।

অধ্যাপক ড. নাসিম ইউক্রেনের জাতীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন তিনি। 

২০০৪ সালের মধ্যে সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। ২০১০ সালে তিনি রাশিয়ার মস্কো স্টেট ফাইন ক্যামিকাল টেকনোলজির মস্কো স্টেট একাডেমি থেকে ডেটা ওয়্যার হাউস এবং মাইনিং বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

২০১২ সালে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান ড. নাসিম। 

বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ও কম্পিউটার সেন্টারে পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম