ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

 কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড  

প্রকাশিত: ২১:৩৮, ১১ ডিসেম্বর ২০২৪

 কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড  

 কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড  

ব্রাজিল ও ভিয়েতনামে খারাপ আবহাওয়ার কারণে বিশ্ববাজারে কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অ্যারাবিকা বিনসের এক পাউন্ডের দাম বেড়ে ৩ দশমিক ৪৪ ডলার হয়েছে। চলতি বছর এটির দাম বেড়েছে ৮০ শতাংশের বেশি। তাছাড়া সেপ্টেম্বরে রোবাস্ট বিনসের দাম বেড়েও সর্বোচ্চ হয়েছে।

কফির দাম বাড়ার অন্যতম কারণ হলো শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিল ও ভিয়েতনামে খারাপ আবহাওয়া। তাছাড়া কফি পানকারীর সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, নতুন বছর থেকে ব্রান্ডগুলো কফির দাম বাড়ানোর চিন্তা করছে।

সূত্র: বিবিসি

তাসমিম

×