পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
নীতি নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গঠন ও শান্তি-শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। নিজ সন্তানকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করতে পারা সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।
হাফেজ ছাত্রদের দস্তরবন্দী, নাজেরা সবক প্রদান ও পবিত্র কুরআন সবক উপলক্ষ্যে রহমানিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ড. আল্লামা আব্দুর রাজ্জাক আল আযহারীর সভাপতিত্বে আয়োজিত ১৩তম ওয়াজ ও দেয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে জমিয়াত মহাসচিব তাঁর বক্তব্যে বলেন, আজ সমাজের প্রতিটি কোণে কোণে অনৈতিকতা বিরাজমান। সুশৃঙ্খল সমাজ গঠনের যেমনি শিক্ষিত নাগরীক প্রয়োজন, তার থেকেও অধিক প্রয়োজন নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শবান নাগরিক। আর এই দুয়ের সমন্বয়ে গঠিত দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা ব্যবস্থা। একজন মাদরাসা শিক্ষার্থী যেমনিভাবে দাপ্তরিক কার্যাবলী সুষ্ঠভাবে আঞ্জাম দিতে সক্ষম, তদ্রুপ সমাজের অন্যায়, অনাচার, অনৈতিকতা, দুর্নীতি, অরাজকতা, জুলুম, অত্যাচারের মত সকল ধরনের অমানবিক সিস্টেম পরিবর্তন করে শান্তি-শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ বিনির্মানেও ভূমিকা রাখতে পারে। কেননা মাদরাসা শিক্ষার্থীরা পার্থিব জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহ তথা ইলমে ওহী’র জ্ঞান অর্জন করে থাকে।
মহাসচিব বলেন, আমাদের সমাজের মানুষের মাঝে একটি ভুল ধারণা রয়েছে। তারা মনে করে মাদরাসা শিক্ষা নিতান্তই ক্ষীণ শিক্ষা ব্যবস্থা। অনেকেতো মাদরাসা শিক্ষায় শিক্ষিত হিসেবে নিজেকে পরিচয় দিতেই ইতস্তবোধ করেন। কিন্তু কেন? আজ সারাবিশ্ব জয় করছে মাদরাসা শিক্ষার্থীরা। এমন কোন সেক্টর রয়েছে যেখানে মাদরাসা শিক্ষায় শিক্ষিতরা অবদান রাখছে না? নিজ সন্তানকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। আগামীতে এমন সময় অপেক্ষা করছে যে, সন্তানকে মাদরাসায় ভর্তি করানোর জন্য অভিভাবকগণ অপেক্ষায় থাকবেন। সমাজে মূল্যায়নের দিক বিবেচনা করলে মাদরাসা শিক্ষার্থীরাই এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।
জমিয়াত মহাসচিব বলেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা নিয়ে অন্যদেশ সমূহের না ভাবলেও চলবে। আমাদের দেশে যথেষ্ট মেধাবী ও চৌকস অর্থনীতিবিদ, রাষ্ট্র ও রাজনৈতিক গবেষক রয়েছে। এ বিষয়ে প্রতিবেশী দেশের সহযোগিতা আমাদের কাম্য নয়। সম্প্রতি ভারতীয় বিভিন্ন উচ্চপদস্থ রাজনীতিবীদগণ সে দেশ থেকে আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের পরামর্শ দিচ্ছেন। যা নিতান্তই অনধিকার চর্চা বলে আমি মনে করি। অতি উৎসাহী হয়ে ভিন্ন দেশের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে তাঁদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার একটি মাধ্যম এটি। তিনি এ বিষয়ে নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
মাওলানা মাহমুদুল হাসান মাহমূদীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আল্লামা খলিলুর রহমান মাদানী, প্রধান বক্তা আল্লামা মঞ্জুরুল ইসরাম আফেন্দি, এছাড়াও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন, আল্লামা আব্দুল্লাহ ইযাহইয়া, মুফতি ফখরুল ইসলাম, মুফতি হাসান সিদ্দিকী, আল্লামা জোনাইদ কাসেমী, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি নেয়ামত উল্লাহ প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়ায় ট্রাকে চেপে ডাকাত এসে লুটে নিল ৯ দোকানের মালামাল
খুঁড়িয়ে চলছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল
কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি---স্বরণ সভায় বক্তারা
জর্জিয়ার ইউরোপপন্থী বিক্ষোভ,পুলিশি নির্যাতন এবং গণগ্রেফতার
শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
আপনারা জানেন আমাদের ব্যর্থতা দেখার জন্য শকুনের ন্যায় তাকিয়ে আছে কারা -ছাগলনাইয়ায় ডিআইজি
শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেনজীরের ক্যাশিয়ার জসীম গ্রেফতার
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু
স্বৈরাচারী হাসিনা গত ১৬ বছর বিরোধী দলগুলো দমন নিপীড়নে ব্যস্ত ছিল: কাজী দ্বীন মোহাম্মদ
ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পূর্বে ন্যাটোতে ব্লিঙ্কেনের শেষ সফর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে : নৌপরিবহন উপদেষ্টা
লক্ষ্মীপুরে অবাদে চলছে ফিটনেস বিহীন যানবাহন, নিশ্চুপ পুলিশ ও বিআরটিএ
কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাটুরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ